এক্সপ্লোর
Marital Loneliness: একছাদের নীচে থেকেও একাকী, বৈবাহিক নিঃসঙ্গতা কী?
Lonely in Marriage: সম্পর্কে থেকেও নিঃসঙ্গ। অনেকেই বোঝা বয়ে চলেছেন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

একছাদের নীচে থেকেও একাকী, বৈবাহিক নিঃসঙ্গতা কী? বিয়ে মানে চার হাতের এক হওয়া। দু’জন মানুষের মনের মিলন ঘটা। কিন্তু চার হাত এক হলেও, একছাদের নীচে থাকলেও, অনেক সময় নিঃসঙ্গ হয়ে পড়ি আমরা।
2/10

শুধুমাত্র শারীরিক দূরত্ব নয়, মানসিক দূরত্ব তৈরি হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। নিজেকে একাকী মনে হয়, অন্যজন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, কথা শুনছে না, মন বুঝছে না বলে মনে হয়।
Published at : 29 Jul 2025 09:43 AM (IST)
আরও দেখুন






















