এক্সপ্লোর
Pimple Popping: অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলেছেন? এর পর যা করণীয়...
Healthy Skin: ব্রণর সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা জানেন জ্বালা। বারণ সত্ত্বেও ফাটিয়ে ফেলি আমরা। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

তৈলাক্ত ত্বক মানেই ব্রণর সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষই এই সমস্যায় ভোগেন। ব্রণ ফাটানো উচিত নয় জেনেও, অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলি আমরা।
2/10

কিন্তু ব্রণ ফাটিয়ে হাত তুলে নিলেই হল না। ব্রণ ফাটিয়ে ফেলার পর, আরও যত্ন নিতে হয় ত্বকের। ব্রণ ফাটিয়ে ফেলার পর কী করবেন জানুন।
3/10

ব্রণ ফাটিয়ে ফেলার পর রক্ত বেরোয়। পুঁজও বেরোতে থাকে। আগে সেদিকে নজর দিতে হবে।
4/10

তবে সবার আগে নিজের হাত ভাল করে ধুয়ে নিন। এর পর কটন প্যাড হাতে নিয়ে পুঁজ ও রক্ত হালকা হাতে মুছে নিন।
5/10

রক্ত বেরনো বন্ধ হলে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। জল দিয়ে ধুয়ে নিন মুখ। নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন মুখ।
6/10

ব্রণ ফাটিয়ে ফেলার পর, বার বার হাত দেবেন না ক্ষতে। জ্বালা, অস্বস্তি কমাতে বরফের টুকরে নিয়ে ঘষুন ক্ষতের উপর।
7/10

এর পরও অস্বস্তি হলে FDA অনুমোদিত Hydrocortisone লাগিয়ে নিন ক্ষতস্থানে। বেশ কয়েক মিনিট রাখতে হবে ওই মলম।
8/10

পিম্পল প্যাচও কিনতে পাওয়া যায় বাজারে। এতে ক্ষতস্থান জীবাণুর সংস্পর্শে আসে না। কিছু প্যাচে স্যালিসিলিক অ্যাসিড, টি ট্রি অয়েল, উইচ হেজেল থাকে, যাতে ত্বক দ্রুত সেরে ওঠে।
9/10

যতদূর সম্ভব, ব্রণ ফাটানো উচিতই নয়। তাও নিজেদের সংযত রাখতে পারি না আমরা। এর পরিবর্তে ব্রণ নিরাময়ের ওষুধ ব্যবহার করুন। এতে ব্রণ ফাটানোর ইচ্ছাও হবে না।
10/10

ব্রণর সমস্যা গুরুতর হলে অবশ্যেই চিকিৎসকের কাছে যান। তিনি যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী চলুন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 20 Oct 2024 09:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
