এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pimple Popping: অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলেছেন? এর পর যা করণীয়...
Healthy Skin: ব্রণর সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা জানেন জ্বালা। বারণ সত্ত্বেও ফাটিয়ে ফেলি আমরা। ছবি: ফ্রিপিক।
![Healthy Skin: ব্রণর সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা জানেন জ্বালা। বারণ সত্ত্বেও ফাটিয়ে ফেলি আমরা। ছবি: ফ্রিপিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/b53749b795d0b28b24701957bf0a865a1729397585685338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: ফ্রিপিক।
1/10
![তৈলাক্ত ত্বক মানেই ব্রণর সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষই এই সমস্যায় ভোগেন। ব্রণ ফাটানো উচিত নয় জেনেও, অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলি আমরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880017916.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তৈলাক্ত ত্বক মানেই ব্রণর সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষই এই সমস্যায় ভোগেন। ব্রণ ফাটানো উচিত নয় জেনেও, অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলি আমরা।
2/10
![কিন্তু ব্রণ ফাটিয়ে হাত তুলে নিলেই হল না। ব্রণ ফাটিয়ে ফেলার পর, আরও যত্ন নিতে হয় ত্বকের। ব্রণ ফাটিয়ে ফেলার পর কী করবেন জানুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/156005c5baf40ff51a327f1c34f2975bcfc20.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু ব্রণ ফাটিয়ে হাত তুলে নিলেই হল না। ব্রণ ফাটিয়ে ফেলার পর, আরও যত্ন নিতে হয় ত্বকের। ব্রণ ফাটিয়ে ফেলার পর কী করবেন জানুন।
3/10
![ব্রণ ফাটিয়ে ফেলার পর রক্ত বেরোয়। পুঁজও বেরোতে থাকে। আগে সেদিকে নজর দিতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/d0096ec6c83575373e3a21d129ff8fef260b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্রণ ফাটিয়ে ফেলার পর রক্ত বেরোয়। পুঁজও বেরোতে থাকে। আগে সেদিকে নজর দিতে হবে।
4/10
![তবে সবার আগে নিজের হাত ভাল করে ধুয়ে নিন। এর পর কটন প্যাড হাতে নিয়ে পুঁজ ও রক্ত হালকা হাতে মুছে নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/032b2cc936860b03048302d991c3498f2f412.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে সবার আগে নিজের হাত ভাল করে ধুয়ে নিন। এর পর কটন প্যাড হাতে নিয়ে পুঁজ ও রক্ত হালকা হাতে মুছে নিন।
5/10
![রক্ত বেরনো বন্ধ হলে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। জল দিয়ে ধুয়ে নিন মুখ। নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন মুখ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/18e2999891374a475d0687ca9f989d83acc63.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রক্ত বেরনো বন্ধ হলে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। জল দিয়ে ধুয়ে নিন মুখ। নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন মুখ।
6/10
![ব্রণ ফাটিয়ে ফেলার পর, বার বার হাত দেবেন না ক্ষতে। জ্বালা, অস্বস্তি কমাতে বরফের টুকরে নিয়ে ঘষুন ক্ষতের উপর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/fe5df232cafa4c4e0f1a0294418e56605f42b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্রণ ফাটিয়ে ফেলার পর, বার বার হাত দেবেন না ক্ষতে। জ্বালা, অস্বস্তি কমাতে বরফের টুকরে নিয়ে ঘষুন ক্ষতের উপর।
7/10
![এর পরও অস্বস্তি হলে FDA অনুমোদিত Hydrocortisone লাগিয়ে নিন ক্ষতস্থানে। বেশ কয়েক মিনিট রাখতে হবে ওই মলম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/8cda81fc7ad906927144235dda5fdf1541a19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর পরও অস্বস্তি হলে FDA অনুমোদিত Hydrocortisone লাগিয়ে নিন ক্ষতস্থানে। বেশ কয়েক মিনিট রাখতে হবে ওই মলম।
8/10
![পিম্পল প্যাচও কিনতে পাওয়া যায় বাজারে। এতে ক্ষতস্থান জীবাণুর সংস্পর্শে আসে না। কিছু প্যাচে স্যালিসিলিক অ্যাসিড, টি ট্রি অয়েল, উইচ হেজেল থাকে, যাতে ত্বক দ্রুত সেরে ওঠে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/30e62fddc14c05988b44e7c02788e187f8e59.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পিম্পল প্যাচও কিনতে পাওয়া যায় বাজারে। এতে ক্ষতস্থান জীবাণুর সংস্পর্শে আসে না। কিছু প্যাচে স্যালিসিলিক অ্যাসিড, টি ট্রি অয়েল, উইচ হেজেল থাকে, যাতে ত্বক দ্রুত সেরে ওঠে।
9/10
![যতদূর সম্ভব, ব্রণ ফাটানো উচিতই নয়। তাও নিজেদের সংযত রাখতে পারি না আমরা। এর পরিবর্তে ব্রণ নিরাময়ের ওষুধ ব্যবহার করুন। এতে ব্রণ ফাটানোর ইচ্ছাও হবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/ae566253288191ce5d879e51dae1d8c37cb94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যতদূর সম্ভব, ব্রণ ফাটানো উচিতই নয়। তাও নিজেদের সংযত রাখতে পারি না আমরা। এর পরিবর্তে ব্রণ নিরাময়ের ওষুধ ব্যবহার করুন। এতে ব্রণ ফাটানোর ইচ্ছাও হবে না।
10/10
![ব্রণর সমস্যা গুরুতর হলে অবশ্যেই চিকিৎসকের কাছে যান। তিনি যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী চলুন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/20/799bad5a3b514f096e69bbc4a7896cd976dc1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্রণর সমস্যা গুরুতর হলে অবশ্যেই চিকিৎসকের কাছে যান। তিনি যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী চলুন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 20 Oct 2024 09:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)