এক্সপ্লোর
Health Tips: গ্যালন গ্যালন জল নয় শুধু, জলশূন্যতা দূর করতে যা যা রাখতেই হবে ডায়েটে
Dehydration and Water: জলশূন্যতা দূর করতে গ্যালন গ্য়ালন জল পন করলেই হবে না। বরং এ ক্ষেত্রে জলের চেয়েও উপকারী কিছু খাবার। কোনগুলি, জেনে নিন।
ছবি: পিক্সাবে।
1/10

শীতের যাওয়ার সময় যত এগিয়ে আসছে, ততই এগিয়ে আসছে গরমের দিন। ইদানীং কালে গরম মানেই তীব্র দাবদাহ এবং তা থেকে শরীরে হাজারো সমস্যা, যার মধ্যে অন্যতম হল জলশূন্যতা।
2/10

কিন্তু জলশূন্যতার কথা শুনলেই ঘন ঘন গলায় জল ঢালার কথা ভাবলে ভুল হবে। জলশূন্যতা দূর করার পক্ষে জল সবসময় আদর্শ উপায় না-ও হতে পারে। জল ছাড়া জীবন না চললেও, তৃষ্ণা দূর করার জন্য তা আদর্শ নয় বলে মত বিশেষজ্ঞদের।
Published at : 05 Feb 2023 02:52 PM (IST)
আরও দেখুন






















