এক্সপ্লোর
Room Heater Effects: ঠান্ডা থেকে নিস্তার মিললেও, মারাত্মক ক্ষতি শরীরের, রুম হিটার ব্যবহারে সতর্ক হোন
Health Tips: রুম হিটার ব্যবহার তো করেন, এর প্রভাব কী হতে পারে জানেন? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

বাড়িতেই থাকুন বা বেড়াতে যান, প্রচণ্ড ঠান্ডায় রুম হিটার না হলে চলে না আমাদের। বিদ্যুৎচালিত রুম হিটার হয় যেমন, তেমনই গ্যাস হিটার, ইনফ্র্যারেড হিটারও হয়। তবে অত্যধিক রুম হিটার ব্যবহারে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। কী সাবধানতা অবলম্বন করবেন জানুন। ছবি:পিক্সাবে।
2/10

রুম হিটার ঘরের মধ্যেকার বাতাসকে শুষ্ক করে তোলে। ত্বকের শুষ্কতা বাড়ে, চোখ, গলা শুকিয়ে যায়। অত্যধিক রুম হিটার ব্যবহারে শ্বাসকষ্ট, নাকবন্ধ এবং সংক্রমণের প্রবণতাও বেড়ে যেতে পারে। ছবি: ফ্রিপিক।
Published at : 23 Dec 2023 09:46 AM (IST)
আরও দেখুন






















