এক্সপ্লোর
Women Health Problems: হাতে-পায়ে এই লক্ষণ গেলেই সাবধান, খারাপ হবার জোগাড় এই অঙ্গ; মহিলাদের থাকতে হবে সতর্ক
Women Health Risk: মহিলাদের শরীরে গুরুতর সমস্যা দেখা দিলে নজরে আসে এই কয়েকটি লক্ষণ। এগুলিই চিনিয়ে দেয় অজান্তে কিডনির কোনও সমস্যা রয়েছে কিনা।
এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হতে হবে মহিলাদের
1/9

মহিলাদের কিডনি বিকল হলে তাদের পা ও মুখে ফোলাভাব দেখা দিতে পারে। এই ফোলাভাব সকালে ঘুম থেকে ওঠার পর বেশি দেখা যায়।
2/9

শুধু তাই নয়, প্রস্রাবের সঙ্গে প্রোটিনের নির্গমনের ইঙ্গিত দেখা যেতে পারে, যা কিডনির ক্ষতির লক্ষণ। এই লক্ষণ দেখলে অবহেলা করা উচিত নয়।
Published at : 14 Aug 2025 04:53 PM (IST)
আরও দেখুন






















