এক্সপ্লোর
World Water Day 2022: টান পড়ছে ভূগর্ভের ভাঁড়ারেও, আগামী দু'দশকেই জলশূন্য পৃথিবী!
ছবি: পিক্সাবে।
1/9

উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, একের পর এক কোপ নেমে আসছে পৃথিবীর উপর। তার উপর রয়েছে মনুষ্যের উপদ্রবও। তাতে এ বার টান পড়ছে মাটির নীচের জলেও। বিশ্ব জল দিবসে তাই ভূগর্ভস্থ জল সংরক্ষণে জোর।
2/9

রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, গোটা বিশ্বে পানীয় জলের প্রায় অর্ধেকই আসে ভূগর্ভ থেকে। সেচকার্য়ে ব্যবহৃত জলের ৪০ শতাংশ এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত জলের এক তৃতীংশও সেখান থেকেই আসে। এই ভূগর্ভস্থ জল শুধু বাস্তুতন্ত্রের ভারসাম্যই বজায় রাখে না, জলবায়ু পরিবর্তনের গতি মন্থর করতে এবং তার সঙ্গে পরিবেশের সামঞ্জস্য গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
Published at : 22 Mar 2022 10:54 AM (IST)
আরও দেখুন






















