এক্সপ্লোর
Independence Day 2024: স্বাধীনতা আন্দোলনের সাক্ষী থাকা দিল্লির এই সাতটি স্থানে অবশ্যই ঘুরে আসুন
Delhi Independence Day 2024: দিল্লির শাহজাহানাবাদ। ১৮৫৭ সালের বিদ্রোহের সময় এই এলাকার অবদান ছিল অনস্বীকার্য। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের পীঠস্থান ছিল এই শাহজাহানাবাদ।
তালিকায় রাজঘাট ও লালকেল্লা আছে
1/8

আজ ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে আজকের দিনেই দুশো বছরের ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন হয়েছিল ভারত। দিল্লির সাতটি দর্শনীয় স্থান, যা স্বাধীনতা আন্দোলনের অন্যতম সাক্ষী।
2/8

দিল্লির শাহজাহানাবাদ। ১৮৫৭ সালের বিদ্রোহের সময় এই এলাকার অবদান ছিল অনস্বীকার্য। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের পীঠস্থান ছিল এই শাহজাহানাবাদ।
3/8

রাজঘাট। এখানেই ১৯৪৮ সালে মহাত্মা গাঁধীকে তাঁর মৃত্যুর পর দাহ করা হয়। প্রতিদিন সকাল ৬ থেকে সন্ধে ৭ পর্যন্ত খোলা থাকে রাজঘাট।
4/8

দিল্লির লালকেল্লা হল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। ১৮৫৭ সাল পর্যন্ত এটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী।
5/8

দিল্লির আরও একটি স্মরণীয় স্থান ইন্ডিয়া গেট। প্রথম বিশ্বযুদ্ধে স্বাধীনতা আন্দোলনে মারা যাওয়া ভারতীয় সেনা সৈন্যদের জন্য উৎসর্গীকৃত এক স্মৃতি সৌধ বলা যেতে পারে।
6/8

বিড়লা হাউস বা বিড়লা ভবন। গাঁধীজির স্মৃতিতে উৎসর্গ করা দিল্লিতে অবস্থিত একটি জাদুঘর। এখানেই মহাত্মা গান্ধী তার জীবনের শেষ ১৪৪ দিন অতিবাহিত করেন।
7/8

দিল্লির যন্তর মন্তরে একটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। ব্রিটিশ শাসনের সময় প্রতিবাদের ঝড় উঠেছিল এখান থেকেও।
8/8

দিল্লির ন্যাশনাল মিউজিয়াম। স্বাধীনতা আন্দোলনের সময়ের বিভিন্ন নথি ও বিষয়বস্তুর সংগ্রহশালা। ১৯৪৫ সালে এই মিউজিয়ামের ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল। অবশেষে ১৯৪৯ সালে এটি নির্মিত হয়।
Published at : 15 Aug 2024 12:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























