১২ অগাস্ট, বিশ্ব হস্তি দিবস। আমাদের বাস্তুতন্ত্রে হাতির প্রয়োজনীয়তা, এশিয়ান ও আফ্রিকান হাতির সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রথম ২০১২ সালে এই দিনটি পালিত হয়।
2/10
চোরাশিকার, বাসস্থান হারিয়ে যাওয়া, সাধারণ মানুষের সঙ্গে লড়াই বা বন্দি অবস্থায় অত্যাচার, এই সমস্ত কারণগুলি এশিয়া ও আফ্রিকার হাতিদের পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে।
3/10
২০১২ সালের ১২ অগাস্ট থেকে এই দিনটির সূত্রপাত হয় যখন থাইল্যান্ডের এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশন ও ক্যানাডার পরিচালক পেট্রিশিয়া সিমস হাত মেলান।
4/10
এটি কেবলমাত্র একটি দিন নয়, এটিকে এক আন্দোলন বলা চলে। ২০১২ সাল থেকে পেট্রিশিয়া এই বিশ্ব হস্তি দিবসের প্রতিনিধিত্ব করছেন।
5/10
তাঁর তৈরি করা 'দ্য এলিফ্যান্ট সোসাইটি' বিশ্ব হস্তি দিবসের দেখাশোনা করে।
6/10
তাঁর এই দাতব্য সংস্থা বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে হাতির সংরক্ষণের প্রয়োজনীয়তা জানিয়ে আসছেন এবং সচেতনতার প্রচার করে আসছেন।
7/10
বিশ্ব হাতি দিবসের ওয়েবসাইটের মতে এই দিনটির উদ্দেশ্য হল হাতিদের জন্য সাহায্য এবং সহায়তা একত্রিত করা।
8/10
হাতিদের উপর অত্যাচার ও চোরাশিকার বন্ধ করতে সচেতনতা ছডা়নো হয়।
9/10
উদ্দেশ্য একটাই, হাতিদের এই পৃথিবীতে একটু ভালভাবে বেঁচে থাকার উপায় খুঁজে বের করা।
10/10
ওয়ার্ল্ড এলিফ্যান্ট সোসাইটি প্রায় একশোটি হাতি সংরক্ষণ সংস্থার সঙ্গে একত্রে কাজ করে। এছাড়াও বিশ্বের বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাগুলিকে তাদের নিজস্ব ইভেন্টগুলির সঙ্গে এই দিনটিও উদযাপনের আহ্বান জানায়। (সমস্ত ছবি সৌজন্যে - পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া)