আজ ৭৪তম স্বাধীনতা দিবস নাকি ৭৫তম। এখন এই প্রশ্নেই সরগরম সোশাল মিডিয়ায়। প্রশ্ন করছেন অনেকে। তৈরি হয়েছে ধন্দ। অনেকেই বলছেন, এই বছর ৭৪ তম। কিন্তু স্বাধীনতার ৭৫ তম বছরের দিকে পদার্পণ করছে ভারত। আর সেই কারণেই এবারের স্বাধীনতা দিবস আরও বেশি স্মরণীয়।
2/8
গত মার্চে সংস্কৃতি মন্ত্রকের তৈরি আজাদি কা অমৃত মহোৎসব ওয়েবসাইটে লেখা হয় আর ৭৫ সপ্তাহ বাকি। আর এরপরেই ২০২২-এ ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। যার অর্থ দাঁড়ায় এই বছর অর্থাৎ ২০২১-এ ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তবে এতেই তৈরি হয়েছে ধন্দ। অনেকেই বলছেন চলতি বছর ৭৫ তম স্বাধীনতা দিবস। আবার কেউ বলছেন একেবারেই নয়, এটি ৭৪ তম।
3/8
আসল বিষয়টি ঠিক কী? ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় দেশ। সেই হিসেবে ১৯৪৭-এর ১৫ অগাস্টকে যদি প্রথম স্বাধীনতা দিবস ধরা হয় সেই অনুযায়ী আজ অর্থাৎ ২০২১-এর ১৫ অগাস্টটি ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস হবে। ১৯৪৭ সালের ১৫ অগাস্টকে যদি প্রথম স্বাধীনতা দিবস হিসাবে ধরা হয়, সে ক্ষেত্রে ২০২১ সালেই ৭৫ তম স্বাধীনতা দিবস।
4/8
অন্যদিকে ১৯৪৭-এর ১৫ অগাস্টের হিসেবে ১৯৪৮-এ ছিল স্বাধীনতা প্রাপ্তির ১ বছর। কাজেই এই হিসেব ধরে এগোলে আজ স্বাধীনতা প্রাপ্তির ৭৪ বছর পূর্ণ হয়ে ৭৫ বছরে পদার্পন করেছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত রাজ্য তথা সমগ্র দেশ। আগামিকাল, ১৫ অগাস্ট। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে পালিত হবে এই বিশেষ দিনটি। জাতীয় সঙ্গীত গেয়ে, জাতীয় পতাকা উত্তোলন করে সকলেই দেশের প্রতি সম্মান জ্ঞাপন করবেন।
5/8
স্বাধীনতা দিবসে জম্মু ও কাশ্মীরের ২৩ হাজার স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে শতখানেক সরকারি ভবনেও। সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে আগামিকাল জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া উপত্যকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিকেও স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।
6/8
স্বাধীনতার ৭৪ বছর পূর্তিতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে পালন করছে। এ বছরের মার্চে গুজরাতের আমদাবাদের সবরমতী আশ্রম থেকে এই মহোৎসবের সূচনা করেন। ২০২৩-এর ১৫ অগাস্ট পর্যন্ত চলবে এই মহোৎসব। রবিবার ভোর ৬.২০ মিনিট থেকে লালকেল্লায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। প্রথমে এনসিসি ক্যাডেটরা লালকেল্লায় নির্দিষ্ট জায়গায় চলে আসবেন। এর ১০ মিনিট পর শুরু হবে দেশাত্মবোধক গান। এনসিসি কয়্যার এই অনুষ্ঠানে থাকবে।
7/8
সকাল ৬টা ৫০ মিনিটে গার্ড অফ অনার। সকাল ৭টা ১৮ মিনিটে লাহোর গেটে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এ ছাড়া থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা সচিব।
8/8
সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীতের পর হবে গান স্যালুট। পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার দু’টি চপার। সকাল ৭টা ৩৩ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণ শেষ হওয়ার পর ফের জাতীয় সঙ্গীত হবে।