এক্সপ্লোর
Independence Day 2021: কত তম স্বাধীনতা দিবস, ৭৪ নাকি ৭৫? তাই নিয়েই শুরু ধন্দ
ছবি সৌজন্য: পিক্সাবে
1/8

আজ ৭৪তম স্বাধীনতা দিবস নাকি ৭৫তম। এখন এই প্রশ্নেই সরগরম সোশাল মিডিয়ায়। প্রশ্ন করছেন অনেকে। তৈরি হয়েছে ধন্দ। অনেকেই বলছেন, এই বছর ৭৪ তম। কিন্তু স্বাধীনতার ৭৫ তম বছরের দিকে পদার্পণ করছে ভারত। আর সেই কারণেই এবারের স্বাধীনতা দিবস আরও বেশি স্মরণীয়।
2/8

গত মার্চে সংস্কৃতি মন্ত্রকের তৈরি আজাদি কা অমৃত মহোৎসব ওয়েবসাইটে লেখা হয় আর ৭৫ সপ্তাহ বাকি। আর এরপরেই ২০২২-এ ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। যার অর্থ দাঁড়ায় এই বছর অর্থাৎ ২০২১-এ ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তবে এতেই তৈরি হয়েছে ধন্দ। অনেকেই বলছেন চলতি বছর ৭৫ তম স্বাধীনতা দিবস। আবার কেউ বলছেন একেবারেই নয়, এটি ৭৪ তম।
Published at : 15 Aug 2021 12:17 AM (IST)
আরও দেখুন






















