এক্সপ্লোর
In PIcs Deepika Sindhu Practice: ব্যাডমিন্টন খেলছেন দীপিকা, সঙ্গী সিন্ধু, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাডমিন্টন খেলছেন পিভি সিন্ধু ও দীপিকা পাড়ুুকোন
1/10

দীপিকা পাড়ুকোন ও পিভি সিন্ধু বেশ ভাল বন্ধু। কিছুদিন আগেই ওঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
2/10

টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ পদকজয়ী তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর সঙ্গে প্র্যাকটিস করছেন দীপিকা পাড়ুকোন
3/10

সিন্ধুর বায়োপিকে কি তাহলে দীপিকা। তবে ২ তারকার তরফে এই বিষয় কোনও কিছুই জানানো হয়নি।
4/10

সম্প্রতি দীপিকা পাড়ুকোন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পিভি সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিসের কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন।
5/10

সিন্ধুকেও সেখানে দেখা যায়। অনুশীলন করলেন। দীপিকার সঙ্গে খেললেন ব্যাডমিন্টন।
6/10

দীপিকা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'শুধুই আমার জীবনের প্রতিদিনের মতো। ক্যালোরি ঝরাচ্ছি।'
7/10

'পিকু' অভিনেত্রীর এই পোস্ট দেখে তাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারাও।
8/10

দীপিকার বাবা দেশের প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোন। তাই ব্যাডমিন্টনের প্রতি আলাদাই প্রেম রয়েছে বলি অভিনেত্রীর।
9/10

দীপিকা পাড়ুকোনের পোস্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে, সিন্ধুর সঙ্গে ব্যাডমিন্টন প্র্যাকটিস করাকালীন তাঁর সঙ্গে মজাও করছেন।
10/10

প্রসঙ্গত, এর আগেও দীপিকা পাড়ুকোন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন যে, 'পোস্ট ব্যাডমিন্টন গ্লো'। ফলে তিনি যে বেশ মন দিয়েই ব্যাডমিন্টনটা খেলছেন, তা বলাই বাহুল্য।
Published at : 22 Sep 2021 10:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
