এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Uttarakhand CM Cabinet 2022: দ্বিতীয়বার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পুষ্কর সিংহ ধামির, কারা ঠাঁই পেলেন মন্ত্রিসভায়?
দ্বিতীয়বার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পুষ্কর সিংহ ধামি
1/9

আজ দ্বিতীয়বার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পুষ্কর সিংহ ধামি। তাঁর সঙ্গে আরও আটজন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিংহ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
2/9

গতবার উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী থাকা সুবোধ উনিয়াল এবারও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তিনিও আজ শপথ গ্রহণ করলেন।
3/9

আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পর শপথ গ্রহণ করেন সৎপাল মহারাজ। তিনি এর আগেও মন্ত্রী ছিলেন। তাঁকে ফের মন্ত্রিসভায় সামিল করা হল।
4/9

এরপর শপথ গ্রহণ করেন প্রেমচন্দ আগরওয়াল। তিনি সংস্কৃততে শপথ গ্রহণ করেন। চারবারের বিধায়ক সৎপাল মহারাজ এর আগে দু’বার স্পিকার ছিলেন। এবার তাঁকে মন্ত্রিসভায় নেওয়া হল।
5/9

আজ উত্তরাখণ্ডের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন গণেশ জোশীও। মুসৌরির বিধায়ক গণেশ। তিনি এই নিয়ে চতুর্থবার বিধায়ক হয়েছেন।
6/9

গণেশের পর শপথ গ্রহণ করেন ড. ধন সিংহ রাওয়াত। তিনি এর আগেও উত্তরাখণ্ডের মন্ত্রী ছিলেন। তিনি শ্রীনগরের বিধায়ক। আরএসএসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাওয়াত।
7/9

সোমেশ্বরের বিধায়ক রেখা আর্যও আজ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি উত্তরাখণ্ডের চিরাচরিত পোশাক পরেই শপথ গ্রহণ করেন। তিনি এর আগেও একাধিকবার মন্ত্রী হন। ফের তাঁকে মন্ত্রিসভায় সামিল করা হল।
8/9

রেখা আর্যর পর শপথ গ্রহণ করেন বাগেশ্বরের বিধায়ক চন্দন রাম দাস। তিনি টানা চতুর্থবার বিধায়ক হলেন।
9/9

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার ছেলে সৌরভ বহুগুণাও এবার মন্ত্রিসভায় সামিল হয়েছেন। তিনি সিতারগঞ্জ কেন্দ্র থেকে জয় পেয়েছেন।
Published at : 23 Mar 2022 07:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























