এক্সপ্লোর
Bharat Jodo Yatra : 'ভারত জোড়ো' যাত্রায় হাঁটলেন আদিত্য ঠাকরে, রাহুলের সঙ্গে আলিঙ্গন
'ভারত জোড়ো' যাত্রায় হাঁটলেন আদিত্য ঠাকরে, রাহুলের সঙ্গে আলিঙ্গন

'ভারত জোড়ো' যাত্রায় একসঙ্গে
1/10

শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও রাহুল গাঁধীর নেতৃত্বে চলা কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রায় অংশ নিলেন।
2/10

রাহুলের সাথে হিঙ্গোলি জেলার যাত্রায় অংশ নেন আদিত্য।
3/10

এনসিপি প্রধান শরদ পাওয়ারও এই যাত্রায় যোগ দেওয়ার কথা জানালেও, তিনি যোগ দিতে পারেননি।
4/10

যাত্রা চলাকালীন রাহুল গাঁধী ও আদিত্য ঠাকরে মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।
5/10

যাত্রায় আদিত্য ঠাকরেকে রাহুলকে আলিঙ্গন করতে দেখা যায়।
6/10

ভারত জোড়ো যাত্রায় আদিত্য ঠাকরে যোগ দেওয়ার পর, শিবসেনা নেতা সঞ্জয় রাউত ট্যুইট করেন, 'ভারতে যোগ দিন...দুই শক্তিশালী তরুণ নেতা..একসাথে।'
7/10

রবিবার মহারাষ্ট্রে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' একদিনের বিরতি নিয়েছে।
8/10

সোমবার এটি হিঙ্গোলি জেলার কালামানুরি থেকে ওয়াশিমের উদ্দেশ্যে রওনা হবে।
9/10

রাহুল মহারাষ্ট্রে যাত্রার ষষ্ঠ দিনে শনিবার রাতে কালামানুরিতে একটি জনসভায় ভাষণ দেন। সেখানে দেশে বেকারত্বের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি।
10/10

তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের মতো দক্ষিণের রাজ্যগুলি হয়ে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে পৌঁছেছে। এখন পর্যন্ত দেশের ছয়টি রাজ্য পেরিয়েছে।
Published at : 13 Nov 2022 03:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিনোদনের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
