এক্সপ্লোর
Amarnath Yatra: ফাঁকা বেস-ক্যাম্প, অমরনাথে পুণ্যার্থীরা কোথায়?
Where Is The Pilgrim: দু'বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন চালু হয়েছিল অমরনাথ-যাত্রা। চলার কথা আগামী ১১ আগস্ট পর্যন্ত। কিন্তু পুণ্যার্থীর সংখ্যা এতটাই কম যে গত দুদিন যাত্রা বন্ধ রাখতে হয়েছে।
অমরনাথ-যাত্রার বাকি কয়েক দিনে কি এই ছবি আর দেখা যাবে?
1/8

দু'বছর বন্ধ থাকার পর গত ৩০ জুন চালু হয়েছিল অমরনাথ-যাত্রা। চলার কথা আগামী ১১ আগস্ট পর্যন্ত।
2/8

কিন্তু পুণ্যার্থীর সংখ্যা এতটাই কম যে গত দুদিন যাত্রা বন্ধ রাখতে হয়েছে, জানাল সংবাদসংস্থা পিটিআই।
Published at : 08 Aug 2022 01:03 PM (IST)
আরও দেখুন





















