এক্সপ্লোর
Uttarakhand Situation: ধসে যাওয়ার পথে গোটা জোশীমঠ, দেবভূমিতে সঙ্কটে আরও একাধিক জায়গা
Joshimath: জোশীমঠ হওয়ার দিকে এগোচ্ছে উত্তরাখণ্ডের একাধিক জায়গা। প্রাণ হাতে করে কেনও রকমে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কোন জায়গাগুবি অত্যন্ত বিপজ্জনক, জেনে নিন।
ধসে যাওয়ার পথে জোশীমঠ। ছবি: পিটিআই।
1/12

পাহাড়ি রাস্তায় গায়ে গায়ে লেগে রয়েছে বাড়িগুলি। কোনওটি হেলে পড়েছে অন্যটির গায়ে। কোনওটির দেওয়াল আবার কার্যত হাঁ করে রয়েছে। রাস্তাঘাটে এদিক ওদিক কোথাও লম্বালম্বি, কোথাও আবার আড়াআড়ি ফাটল ধরে রয়েছে। কোথাও আবার ঘরের দেওয়াল, ছাদই হুড়মুড়িয়ে পড়ার অপেক্ষায়।
2/12

গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডের জোশীমঠ থেকে যে সমস্ত ছবি সামনে এসেছে, তা দেখে কার্যতই ঘুম উড়েছে সকলের। ভিটেমাটি ছেড়ে শয়ে শয়ে মানুষকে এই ঠান্ডায় রাস্তায় নেমে আসতে হবে ভেবে গায়ে কাঁটা দিচ্ছে। আবার যাঁরা ফাটল ধরা ঘরেই মাথাগুঁজে রয়েছেন, মাথাচাড়া দিচ্ছে তাঁদের প্রাণহানির আশঙ্কাও।
Published at : 11 Jan 2023 02:04 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার






















