এক্সপ্লোর
Ayodhya Ram Mandir: উপচে পড়ছে মন্দিরের কোষাগার, ১১ দিনে কত অনুদান রামলালার চরণে ?
Ayodhya Ram Mandir: উদ্বোধনের পরের দিনেই ৩ কোটি টাকার অনুদান জমা পড়েছিল মন্দিরের কোষাগারে। এবার জানা গেল ১১ দিনে মোট ১১ কোটি টাকা অনুদান এসেছে মন্দিরের কোষাগারে।
ছবি- পিটিআই
1/10

২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম জন্মভূমি অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রামলালার মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠার পরের দিনেই মন্দিরের কোষাগারে উপচে পড়েছে ভক্তদের ভালবাসা। ছবি- পিটিআই
2/10

প্রাণপ্রতিষ্ঠার পরের দিনেই অনলাইনে ৩ কোটি টাকা অনুদান জমা পড়েছিল মন্দিরের কোষাগারে। মন্দির উদ্বোধনের পর থেকেই মন্দির চত্বরে মোট ১০টি কাউন্টার খোলা হয়েছে অনুদান দেওয়ার জন্য। এছাড়া অনলাইনেও ভক্তরা অনুদান দিতে পারছেন। ছবি- পিটিআই
Published at : 02 Feb 2024 05:57 PM (IST)
আরও দেখুন


















