এক্সপ্লোর
Bakri Eid 2021: দেশজুড়ে পালিত বকরি ইদ, করোনা কোপে জৌলুসহীন উৎসব
দেশের নানা প্রান্তে সকাল থেকেই ইদ পালন করার ছবি দেখা গিয়েছে।
1/8

করোনা অতিমারির মধ্যে, মঙ্গলবার দেশজুড়ে পালিত হল বকরি ইদ। তবে কোভিড আবহে অনেকেই বাড়ি বসেই নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
2/8

বকরি ইদে কোথাও ছিল না ইদের খুশির রোশনাই। বরং করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সতর্কতা মেনেই এ বছর অনেকটা জৌলুসহীন ইদ। সেই চেনা ভিড় এ বছর দেখা যায়নি। দিল্লির জামা মসজিদ হোক কিংবা ফতেহপুর মসজিদ জনসাধারণের জন্য বন্ধই রাখা হয়েছে।
Published at : 21 Jul 2021 02:47 PM (IST)
আরও দেখুন






















