এক্সপ্লোর
Bengaluru Stampede: চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার আরসিবির নিখিল সোসালে, কে তিনি? কী তাঁর পরিচয়?
Royal Challengers Bengaluru: নিখিলের পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আরও দুই কর্তাকে গ্রেফতার করা হয়েছে।
বেঙ্গালুরু ঘটনায় গ্রেফতার আরসিবির সোসালে
1/8

বেঙ্গালুরুতে বিজয় উৎসবে বিপর্যয়ে প্রাণ হারান ১১ জন আরসিবি সমর্থক।
2/8

গতকালই আরসিবির বিরুদ্ধে এই ঘটনায় মামলা দায়ের করে কর্ণাটক পুলিশ।
3/8

সদ্য আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে।
4/8

এই ঘটনায় গতকালই তিন পুলিশ কর্তাকে বরখাস্ত করা হয়েছিল। এবারগ্রেফতার RCB-র মার্কেটিং প্রধান।
5/8

তাঁক নাম নিখিল সোসালে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আরসিবির মার্কেটিং প্রধানকে।
6/8

বিগত দুই বছর ধরে সোসালে আরসিবির হয়ে এই দায়িত্ব পালন করছেন। কোহলি, এবিডির সঙ্গে তাঁকে বহুবার দেখা গিয়েছে।
7/8

এবার সেই নিখিল সোসালেই বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে গ্রেফতার হলেন।
8/8

এই ঘটনায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ২ কর্তাকেও আটক করা হয়েছেন ।
Published at : 06 Jun 2025 05:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























