এক্সপ্লোর
Bhagat Singh: এখনও পাথেয় তাঁর আদর্শ, আজ জন্মদিন শহিদ ভগৎ সিংহের
Bhagat Singh Birthday:ভয় পেয়েছিল ব্রিটিশ। মৃত্যুর পরেও তাঁর দেহ ক্ষোভের বিস্ফোরণ ঘটাতে পারে, সেই আতঙ্কেই রাতেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল ভগৎ সিংহের দেহ।
নিজস্ব চিত্র
1/10

বাংলা থেকে পঞ্জাব, দেশকে স্বাধীন করতে নিজেদের প্রাণ অবলীলায় ত্যাগ করেছিলেন অগ্নিযুগের অজস্র বিপ্লবী। তাঁদের অনেকের নামই ইতিহাসের গর্ভে তলিয়ে গিয়েছে। আবার কেউ কেউ পরিণত হয়েছেন চিরন্তন জ্যোতিষ্কে। যাঁরা এখনও নিঃস্বার্থ ভাবে দেশসেবার জন্য অনুপ্রেরণা জোগান। তাঁদেরই মধ্যে একজন ভগৎ সিংহ।
2/10

স্বাধীনতা আন্দোলনের অবিস্মরণীয় যোদ্ধা ভগৎ সিংহ মাত্র ২৩ বছর বয়সে ফাঁসির দড়ি পরে মৃত্যুবরণ করেছিলেন। আজ তাঁর জন্মদিন।
Published at : 28 Sep 2023 07:20 AM (IST)
আরও দেখুন






















