এক্সপ্লোর
৪০ পেরিয়েছে, বিয়ে করেননি এই বলিউড নায়িকারা

1/6

প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের বয়স ৪৫। ছোট ভাই বিয়ে করে ফেলেছেন। কিন্তু দিদি বিয়ের কথা ভাবছেনই না। দুই কন্যা দত্তক নিয়েছেন, বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন করেন। প্রেম করেছেন বিক্রম ভট্ট, মুম্মদ আজিজ, রণদীপ হুডার মত সেলেবদের সঙ্গে।
2/6

শিল্পা শেট্টির বোন শমিতার বয়স অন্তত ৪১। মোহব্বতেঁ ছবি দিয়ে বলিউডে পা রাখেন শিল্পা। শিগগিরই দেখা যাবে ব্ল্যাক উইডো ওয়েবসিরিজে। তাঁরও বিয়ের কোনও খবর নেই।
3/6

কাজল বিয়ে করেন কেরিয়ারের চূড়ায়, মাত্র ২৪ বছর বয়সে। অথচ তাঁর বোন তানিশা মুখোপাধ্যায় ৪২-এও অবিবাহিত। হিরোইন হিসেবও ফ্লপ।
4/6

৪৮ বছরেও বিয়ে করেননি তব্বু। বিয়ে নিয়ে কোনও আগ্রহই নেই তাঁর। কেউ জিজ্ঞেস করলে বলেন, এ সব কথা তো পুরনো হয়ে গিয়েছে, এ নিয়ে আর কী বলব!
5/6

সাক্ষী তানওয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন কহানি ঘর ঘর কি সিরিয়াল দিয়ে। করেন দঙ্গলের মত সুপারহিট ছবি। ৪৭ বছরের সাক্ষীর এখনও বিয়ে হয়নি। একটি মেয়েকে দত্তক নিয়েছেন তিনি, নাম রেখেছেন নিত্যা।
6/6

৪০ পেরিয়ে গেলেও বলিউডের বহু নায়িকা এখনও বিয়ে করেননি। বিয়ের তাড়াও নেই কোনও। এমনই কয়েকজন নায়িকার কথা জেনে নেওয়া যাক।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
