এক্সপ্লোর
COVID in China: ডিসেম্বরেই ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে মৃত্যু, চিনে করোনায় দৈনিক ৯ হাজার প্রাণহানি!
COVID-19: নতুন করে করোনার গ্রাসে চিন। দাবানলের আকারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। কোথায় গিয়ে থামবে, ইয়ত্তা নেই।
ফের করোনার গ্রাসে চিন।
1/10

বছর তিনেক আগে সেখানেই প্রথম হদিশ মেলে অতিমারির ভাইরাসের। আবারও নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে চিনে। সেই আবহে চিন নিয়ে আরও উদ্বেগজনক খবর সামনে এল।
2/10

এই মুহূর্তে চিনে করোনা আক্রান্ত হয়ে দৈনিক প্রায় ৯ হাজার মানুষ মারা যাচ্ছেন বলে দাবি সামনে এল। ব্রিটেনের স্বাস্থ্য সংক্রান্ত নজরদারি সংস্থা Airfinity এমনই পরিসংখ্যান সামনে এনেছে।
Published at : 31 Dec 2022 04:53 PM (IST)
আরও দেখুন






















