এক্সপ্লোর
মিথুন রাশির জাতকজাতিকাদের আজ সঙ্গীতচর্চায় প্রচুর অগ্রগতির সুযোগ রযেছে, কী বলছে আপনার রাশি?
1/12

কথা দিয়েও কথা রাখতে পারবেন না। ধর্মের কাজে মনোযোগে সমাজে সম্মান প্রাপ্তি। উপার্জনের নতুন পথ পাওয়ায় মানসিক শান্তি। মা-বাবার কাছ থেকে সম্পত্তি লাভের আশা। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে। পরিশ্রমের ফল না পাওয়ায় দুঃখ বাড়বে। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা। সমাজসেবা ও দানের কাজে শান্তি পেতে পারেন। যকৃতের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। বন্ধুর সঙ্গে কোনও ছোট বিষয় নিয়ে তর্ক বাধতে পারে।
2/12

বিমা জাতীয় কাজে যুক্ত হতে পারলে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য কলহ বেড়ে গিয়ে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। হজমের সমস্যায় ভোগান্তি। ব্যবসায় অমনোযোগে ক্ষতির আশঙ্কা। চাকরির জন্য বিদেশযাত্রা হতে পারে। অতিরিক্ত চিন্তায় শারীরিক ক্ষতি। বুদ্ধিবলে সহকর্মীর মন জয় করার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা। সম্পত্তির ব্যাপারে বাড়তি খরচের আশঙ্কা।
Published at :
Tags :
Horoscopeআরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















