এক্সপ্লোর
Dibrugarh Express Derailed: ফের ট্রেন দুর্ঘটনা, এবার উত্তরপ্রদেশের গোন্ডায়, রেলমন্ত্রী জন্মদিন পালনে ব্যস্ত বলে উড়ে এল কটাক্ষ
Gonda Train Accident: আবারও ট্রেন দুর্ঘটনা। ছবি: পিটিআই, ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ছবি: পিটিআই, ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডা বৃহস্পতিবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।
2/10

আজ গোন্ডায় চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে চারটি এসি কামরা একেবারে উল্টে গিয়েছে। ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে আপাতত।
3/10

ঝিলাহি এবং গোসাই স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। উদ্ধারকার্য শুরু হয়েছে। বাড়তি উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে গোরক্ষপুর থেকে।
4/10

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু আরও এক ট্রেন দুর্ঘটনার জেরে রেলযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
5/10

ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে লাইনের উপর বসে থাকতে দেখা গিয়েছে যাত্রীদের অনেককে। ব্যাগপত্র সব জড়ো করা রয়েছে লাইনের উপরই।
6/10

দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনের এক যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। সংবাদমাধ্যমে তিনি জানান, অল্পের জন্য বেঁচে ফিরলাম। আমি যে বেঁচে রয়েছি, এটা মিরাকল ছাড়া অন্য কিছু নয়।
7/10

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিস্থিতির উপর নজর রেখেছেন। যাত্রীদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা। তবে দুর্ঘটনার কারণ নিয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।
8/10

পর পর ট্রেন দুর্ঘটনায় রেলের ভূমিকায় প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাধারণ মানুষ। কবে রেল দায়স্বীকার করবে, প্রশ্ন তুলছেন অনেকেই। পাশাপাশি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগও দাবি করেছেন অনেকে।
9/10

দেশের মোট জনসংখ্যার অধিকাংশই যেখানে যোগাযোগের ক্ষেত্রে রেলের উপর নির্ভরশীল, বার বার এই ধরনের দুর্ঘটনায় রেলযাত্রার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।
10/10

ঘটনাচক্রে আজই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্মদিন। এদিন তাঁকে শুভেচ্ছাও জানান মোদি, উত্তরে মোদিতে ধন্যবাদ জানান তিনি। আর তার পরেই এই দুর্ঘটনা। রেলমন্ত্রী জন্মদিন পালনে ব্যস্ত বলেও দুর্ঘটনার পর কটাক্ষ করেছেন নেটিজেনরা।
Published at : 18 Jul 2024 04:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























