বস্তির রাস্তায় ফুটবল খেলতে খেলতে বিশ্ব ফুটবলের চূড়ায় ওঠা এই খেলোয়াড়ের সঙ্গে তাঁর দেশবাসীর আত্মিক সম্পর্ক ছিল।
2/6
দিয়েগো মারাদোনা আর নেই। আর্জেন্তিনার রাস্তায় নেমে এসেছেন শোকাতুর মানুষ। (ছবি এএফপি/গেটি ইমেজেস)
3/6
তাঁর প্রাক্তন ক্লাব বোকা জুনিয়র্সের সমর্থকরা নিয়ে এসেছেন ফুলের তোড়া।
4/6
বারবার দেশ কালের গণ্ডি ভেঙেছে তাঁর বাঁ পা। তাঁর মৃত্যুর পরেও ব্রাজিলের পোর্তো বেইরা-রিও স্টেডিয়াম রাঙিয়ে উঠেছে আর্জেন্তিনার পতাকার রঙে।
5/6
ইতালির অনামী ক্লাব নাপোলিকে বহু সম্মান এনে দিয়েছেন মারাদোনা। শহরে তাঁর মুরালের গায়ে লাল ধোঁয়া ছড়িয়ে ক্লাবের শ্রদ্ধা। সঙ্গে টুইট, আমাদের হৃদয়ে থাকবে, দিয়েগো।
6/6
মারাদোনার পুরনো পাড়া ভিলা ফিওরিতোর মানুষ ঘরের ছেলের জন্য প্রার্থনা করছেন। (ছবি এএফপি/গেটি ইমেজেস)