এক্সপ্লোর
Dubai Floods: ভারী বর্ষণে জল থৈ থৈ মরুশহর দুবাই, স্তব্ধ রাস্তাঘাট-বিমানবন্দর, Cloud Seeding-এ কি বাড়ল বিপদ?
Dubai Floods Situation: থমকে রয়েছে গোটা শহর। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10

মরুভূমিতে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। কিন্তু মরুভূমির উপর গড়ে ওঠা সংযুক্ত আরব আমিরশাহিতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টির জেরে সেখানে বন্যার প্রকোপ দেখা দিয়েছে।
2/10

দুবাই থেকে যে ছবি সামনে এসেছে, তাতে খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে নামী-দামি সংস্থার গাড়িকে। গগনচুম্বী বিল্ডিংগুলি সব থমথমে। নীচে নিয়ে বয়ে যাচ্ছে ঘোলা জলের স্রোত। এমনকি শপিং মলের ভিতর পর্যন্ত জল ঢুকে গিয়েছে।
Published at : 17 Apr 2024 10:10 AM (IST)
আরও দেখুন






















