এক্সপ্লোর
Dubai Floods: ভারী বর্ষণে জল থৈ থৈ মরুশহর দুবাই, স্তব্ধ রাস্তাঘাট-বিমানবন্দর, Cloud Seeding-এ কি বাড়ল বিপদ?
Dubai Floods Situation: থমকে রয়েছে গোটা শহর। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10

মরুভূমিতে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। কিন্তু মরুভূমির উপর গড়ে ওঠা সংযুক্ত আরব আমিরশাহিতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টির জেরে সেখানে বন্যার প্রকোপ দেখা দিয়েছে।
2/10

দুবাই থেকে যে ছবি সামনে এসেছে, তাতে খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে নামী-দামি সংস্থার গাড়িকে। গগনচুম্বী বিল্ডিংগুলি সব থমথমে। নীচে নিয়ে বয়ে যাচ্ছে ঘোলা জলের স্রোত। এমনকি শপিং মলের ভিতর পর্যন্ত জল ঢুকে গিয়েছে।
3/10

প্রবল ঝড়-বৃষ্টিতে দুবাই বিমানবন্দর থেকে পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান এবং অবতরণ, বিঘ্নিত হয়েছে দুই-ই। পড়শি দেশ ওমানে এমনিতেই প্রবল ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই আবহে দুবাইও জলমগ্ন হয়ে রয়েছে।
4/10

পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গন্য হয় দুবাই। কিন্তু প্রবল ঝড়-বৃষ্টির জেরে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে এই মুহূর্তে থমকে রয়েছে যাবতীয় কাজকর্ম। দুবাই মল এবং মল অফ দ্য এমিরেটস, জল ঢুকে গিয়েছে সেখানেও। জল ঢুকে গিয়েছে মেট্রো স্টেশনের ভিতরেও। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। নৌকায় চেপে পার হতেও দেখা গিয়েছে মানুষজনকে।
5/10

এর জন্য যদিও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এমনিতে বছরে দুবাইয়ে গড়ে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়। সেই তুলনায় গত ২৪ ঘণ্টাতেই ৮০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গত ৭৫ বছরের ইতিহাসে মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আমিরশাহি সরকার।
6/10

দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টি দেখা যায়নি। খতম আল-শকলায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২৫৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেড় বছরে যে বৃষ্টি হয়, তা একদিনে হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় ৫ ইঞ্চি জল জমে যায়।
7/10

পাশাপাশি Cloud Seeding-কেও এই ভয়াবহ পরিস্থিতির জন্য কিছুটা দায়ী করা হচ্ছে। মরুশহরকে বাঁচাতে কৃত্রিম উপায়ে সারাবছর বৃষ্টি ঘটানো হয় দুবাইয়ে। জানা গিয়েছে, আকাশে মেঘ জমতে দেখে সোম এবং মঙ্গলবার তড়িঘড়ি বিমান পাঠানো হয়, যাতে বায়ুমণ্ডলে রাসায়নিক এবং পটাসিয়াম ক্লোরাইড বসিয়ে বৃষ্টি নামানো যায়।
8/10

গত দু’দিনে এমন সাতটি বিমান পাঠিয়ে মেঘের সঙ্গে রাসায়নিক সংযুক্ত করা হয়। এমনিতেই পড়শি দেশ ওমান, বাহরাইন এমনকি কাতারেও ভারী বৃষ্টি হয়েছিল এর আগে। রাসায়নিক যুক্ত করার পর অঝোর ধারায় বর্ষণ নেমে আসে দুবাইয়ের উপর। তার জেরেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর ওঠে বলে মত আবহবিদদের।
9/10

বৃষ্টি তেমন হয় না দুবাইয়ে। ফলে জল নিকাশের তেমন ব্যবস্থা নেই সেখানে। সেই কারণেই একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে বলে খবর। রাস্তাঘাটে ট্যাঙ্কার নামানো হয়েছে ইতিমধ্যেই। জল ছেঁচার কাজ চলছে।
10/10

আবহাওয়া বিভাগের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বন্যাদুর্গত এবং জলমগ্ন এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে সকলকে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে নাগরিকদের।
Published at : 17 Apr 2024 10:10 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















