এক্সপ্লোর
Yamuna Water Level: ভয়াল রূপ যমুনার, বিপদসীমা পেরিয়ে গেল জলস্তর, বন্যার আশঙ্কা দিল্লিতে, শুরু হল উদ্ধারকার্য
Delhi Heavy Rain: একটানা ভারী বৃ্ষ্টিতে ফুঁসছে যমুনা। বন্যা পরিস্থিতি দিল্লিতে। শুরু হল মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ।
![Delhi Heavy Rain: একটানা ভারী বৃ্ষ্টিতে ফুঁসছে যমুনা। বন্যা পরিস্থিতি দিল্লিতে। শুরু হল মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/c64ef0c216c8c43e4d288b2e76f556801689130699796338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বন্যার আশঙ্কা। ছবি: পিটিআই।
1/10
![একটানা ভারী বৃষ্টি ছিলই। তার উপর পড়শি রাজ্য থেকে ছাড়া হয় জল। পরিস্থিতি দেখে প্রমাদ গুনছিলেন অনেকেই। যমুনার রূপ দেখে দিল্লিতে এবার বন্যার আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/8cda81fc7ad906927144235dda5fdf15c0e0f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটানা ভারী বৃষ্টি ছিলই। তার উপর পড়শি রাজ্য থেকে ছাড়া হয় জল। পরিস্থিতি দেখে প্রমাদ গুনছিলেন অনেকেই। যমুনার রূপ দেখে দিল্লিতে এবার বন্যার আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে।
2/10
![পুরনো দিল্লি রেলসেতুর কাছে যমুনা জলস্তর বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে। বুধবার সকালে সেখানে যমুনার জলস্তর ছিল ২০৭ মিটার। ভারী বৃষ্টি পূর্বাভাস থাকায়, তা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর তাতেই রাজধানী বানভাসি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/799bad5a3b514f096e69bbc4a7896cd9d613a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পুরনো দিল্লি রেলসেতুর কাছে যমুনা জলস্তর বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে। বুধবার সকালে সেখানে যমুনার জলস্তর ছিল ২০৭ মিটার। ভারী বৃষ্টি পূর্বাভাস থাকায়, তা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর তাতেই রাজধানী বানভাসি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
3/10
![বুধবার সকালে যমুনার জলস্তরকে ২০৭.২৯ মিটার পর্যন্ত উঠতে দেখা গিয়েছে। মঙ্গলবার রাত ৮টার সময়ও যমুনার জলস্তর ছিল ২০৬.৭৬ মিটারে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের বন্যা পরিদর্শন বিভাগ এদিন ভোর ৫টায় জানায় যে জলস্তর আরও বেড়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/156005c5baf40ff51a327f1c34f2975b7ef6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার সকালে যমুনার জলস্তরকে ২০৭.২৯ মিটার পর্যন্ত উঠতে দেখা গিয়েছে। মঙ্গলবার রাত ৮টার সময়ও যমুনার জলস্তর ছিল ২০৬.৭৬ মিটারে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের বন্যা পরিদর্শন বিভাগ এদিন ভোর ৫টায় জানায় যে জলস্তর আরও বেড়েছে।
4/10
![দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটানা ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে যমুনা। নদী সংলগ্ন থানাগুলিকে পরিস্থিতির দিকে নজরদারি চালাতে বলা হয়েছে। লাগাতার নজরদারি চলছে। বাসিন্দাদের সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/d0096ec6c83575373e3a21d129ff8fef173f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটানা ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে যমুনা। নদী সংলগ্ন থানাগুলিকে পরিস্থিতির দিকে নজরদারি চালাতে বলা হয়েছে। লাগাতার নজরদারি চলছে। বাসিন্দাদের সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে।
5/10
![শুধুমাত্র দিল্লিতেই নয়, মথুরা, উত্তরাখণ্ডেও যমুনা রীতিমতো ফুঁসছে বলে জানা গিয়েছে। একটানা বর্ষণকেই তার জন্য দায়ী কর হচ্ছে মূলত। এর পাশাপাশি হরিয়ানার জলাধার থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জলও যমুনার জলস্তর বৃদ্ধ করেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/032b2cc936860b03048302d991c3498f86929.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধুমাত্র দিল্লিতেই নয়, মথুরা, উত্তরাখণ্ডেও যমুনা রীতিমতো ফুঁসছে বলে জানা গিয়েছে। একটানা বর্ষণকেই তার জন্য দায়ী কর হচ্ছে মূলত। এর পাশাপাশি হরিয়ানার জলাধার থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জলও যমুনার জলস্তর বৃদ্ধ করেছে।
6/10
![একই সঙ্গে যমুনার গতিবিধিও সুবিধের মনে হচ্ছে না আবহবিদদের। কারণ গত বছর সেপ্টেম্বরে দু’দু’বার বিপদসীমা পেরিয়ে যায় যমুনার জলস্তর। সেবার ২০৬.৩৮ মিটার পর্যন্ত উঠেছিল জলস্তর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/18e2999891374a475d0687ca9f989d83a3a99.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একই সঙ্গে যমুনার গতিবিধিও সুবিধের মনে হচ্ছে না আবহবিদদের। কারণ গত বছর সেপ্টেম্বরে দু’দু’বার বিপদসীমা পেরিয়ে যায় যমুনার জলস্তর। সেবার ২০৬.৩৮ মিটার পর্যন্ত উঠেছিল জলস্তর।
7/10
![মূলত নদীর জলস্তর ২০৬ মিটার উচ্চতা পার করলেই মানুষজনকে বসতি এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত থেকেই যমুনা তীরবর্তী এলাকা থেকে বাসিন্দারা নিজে থেকে সরতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। কোথাও উড়ালপুলের উপর, কোথাও শহরের মাঝে উঁচু জায়গায় অস্থায়ী আস্তানা গড়তে দেখা গিয়েছে তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/fe5df232cafa4c4e0f1a0294418e5660cc0cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মূলত নদীর জলস্তর ২০৬ মিটার উচ্চতা পার করলেই মানুষজনকে বসতি এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত থেকেই যমুনা তীরবর্তী এলাকা থেকে বাসিন্দারা নিজে থেকে সরতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। কোথাও উড়ালপুলের উপর, কোথাও শহরের মাঝে উঁচু জায়গায় অস্থায়ী আস্তানা গড়তে দেখা গিয়েছে তাঁদের।
8/10
![দিল্লি প্রশাসন জানিয়েছে, নীচু এলাকাগুলি থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ৪৫টি নৌকার ব্যবস্থা করা হয়েছে, যাতে চারিদিক জলমগ্ন হয়ে পড়লে উদ্ধারকার্য চালানো যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই কাজে এগিয়ে এসেছে। আপাতত পুরনো দিল্লির রেলসেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/30e62fddc14c05988b44e7c02788e187f549a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লি প্রশাসন জানিয়েছে, নীচু এলাকাগুলি থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ৪৫টি নৌকার ব্যবস্থা করা হয়েছে, যাতে চারিদিক জলমগ্ন হয়ে পড়লে উদ্ধারকার্য চালানো যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এই কাজে এগিয়ে এসেছে। আপাতত পুরনো দিল্লির রেলসেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।
9/10
![ইতিমধ্যে ওখলা ব্যারেজ খুলে দেওয়া হয়েছে, যাতে বাড়তি জল বেরিয়ে যেতে পারে। এর মধ্যেই আশঙ্কা বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বুধবারও দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে যমুনা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/f3ccdd27d2000e3f9255a7e3e2c488007e716.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিমধ্যে ওখলা ব্যারেজ খুলে দেওয়া হয়েছে, যাতে বাড়তি জল বেরিয়ে যেতে পারে। এর মধ্যেই আশঙ্কা বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বুধবারও দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে যমুনা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
10/10
![তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে তাঁর। যমুনার জলস্তর বিপজ্জনক জায়গায় পৌঁছে গেলেও, পাড় সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়লেও, তা রাজধানীর অন্দর পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/ae566253288191ce5d879e51dae1d8c3977fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে তাঁর। যমুনার জলস্তর বিপজ্জনক জায়গায় পৌঁছে গেলেও, পাড় সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়লেও, তা রাজধানীর অন্দর পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা নেই।
Published at : 12 Jul 2023 08:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)