এক্সপ্লোর
Durga Puja 2021: কলকাতায় রেশ কাটলেও, এখনও বিদেশে অটুট পুজোর আনন্দ

বিদেশের দুর্গাপুজো
1/10

কলকাতায় বিজয়ার পরও বিদেশে অটুট দুর্গাপুজোর আনন্দ।
2/10

৫৯তম বর্ষে ব্রিটেনের সেরা হেরিটেজ পুজোর পুরস্কার পেয়েছে ক্যামডেনের মাতৃ আরাধনা।
3/10

লন্ডনের ক্যামডেনের পুজো দেখলে মনে হবে, কলকাতার ম্যাডক্স স্কোয়ারের পুজো যেন সাহেবমুলুকে হাজির হয়েছে।
4/10

জাতি, ধর্ম, বর্ণের গণ্ডি ছাড়িয়ে পুজোর চারটে দিন ক্যামডেনের মাতৃমণ্ডপে এক ছাতার তলায় হাজির সবাই।
5/10

অর্ধশতাব্দীর বেশি সময় পরও প্রবাসের মাটিতে একই রকম আবেদন ধরে রেখেছে টেমসের ধারে ক্যামডেনের দুর্গাপুজো। যা লন্ডনের অন্যতম বড় পুজো হিসেবে পরিচিত।
6/10

লন্ডন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান আনন্দ গুপ্ত বলেন, পুজোর একটা মানে থাকে। জাতি বর্ণ ধর্ম, ভেদ না রেখে বহু মানুষ এক ছাদের তলায়। সেটাই এই পুজোর সার্থকতা।
7/10

এবছর পুজোর আয়োজন করা হয়েছে, সুইস কটেজ লাইব্রেরিতে। আর সেখানেই প্রাণের উৎসব মিলিয়ে দিচ্ছে সবাইকে।
8/10

লন্ডন দুর্গোৎসব কমিটির ট্রাস্টি সঞ্চিতা ভট্টাচার্য বলেন, কালচারাল অ্যামালগামেশন তো বটেই। সর্ব ধর্মের লোক আসে। বলে না, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এটা ভীষণ ভাবে ফলো করি।
9/10

দেদার আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে চপ, সিঙাড়া, ফুচকার অমোঘ হাতছানি। ক্যামডেনের পুজো মানেই যেন লন্ডনের বুকে এক টুকরো কলকাতা।
10/10

ক্যামডেনের পুজোয় বৃহস্পতিবার ছিল ষষ্ঠী। রবিবার দশমী। বিলেতে পুজোর ছুটির চল না থাকায় উইকেন্ডের অফ ঢুকিয়ে দেওয়া হয়েছে পুজোর দিনগুলোয়।
Published at : 17 Oct 2021 08:04 AM (IST)
Tags :
Durga Puja London Durga Puja Celebration Durga Puja In Bengal Durga Puja 2021 Durga Puja In Kolkata Durga Puja 2021 Update Durga Puja Special When Is Durga Puja 2021 Ma Durga Durga Devi Durgotsav 2021 Durga Puja 2021 Date Durga Puja Significance Durga Puja History Durga Puja Importance Durga Puja In Abroad Durga Puja Rituals Durga Puja Vidhi দুর্গা পূজা দুর্গা পূজা ২০২১ Camdenআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
