করোনা আবহে এবার নয়া আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। শেষ পাওয়া খবর অনুযায়ী, সারা দেশে ৮ হাজার ৮৪৮ ব্ল্যাখ ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। ছবি সৌজন্যে- পিটিআই
2/7
এখনও পর্যন্ত গুজরাতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ২ হাজার ২৮১ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার জন, অন্ধ্রপ্রদেশে ৯১০ জন, মধ্যপ্রদেশে ৭২০ জন, রাজস্থানে ৭০০ জন, কর্নাটকে আক্রান্তের সংখ্যা ৫০০ জন। ইতিমধ্যে ১২ রাজ্যে মহামারী ঘোষণা করা হয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
3/7
বিশেষজ্ঞরা বলছেন, মূলত ছত্রাক ঘটিত এই রোগ। ছবি সৌজন্যে- পিটিআই
4/7
বিশেষজ্ঞদের দাবি, মিউকোরমাইকোসিস আসলে ছত্রাকজনিত রোগ। যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, HIV বা ক্যানসারের মতো রোগে আক্রান্ত, নিয়মিত স্টেরয়েড নেন বা হাসপাতালে চিকিত্সাকধীন থাকার কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে তাঁরাই মিউকোরমাইকোসিসে আক্রান্ত হতে পারেন। ছবি সৌজন্যে- পিটিআই
5/7
সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব হচ্ছে। প্রায় সব রাজ্যেই ছবিটা এক। ছবি সৌজন্যে- পিটিআই
6/7
ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের চিকিত্সায় ব্যবহার করা হয় amphotericin b ইনজেকশন। এই রোগের আবহে অভিযোগ উঠেছে ওষুধের অপ্রতুলতা নিয়েও। ছবি সৌজন্যে- পিটিআই
7/7
যদিও শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে একাধির প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলে amphotericin b- র ব্যবস্থা করা হচ্ছে। ফলে ঘাটতি কমবে বলেই আশা কেন্দ্রের। ছবি সৌজন্যে- পিটিআই