এক্সপ্লোর
Holi 2022 India: হোলির আগেই রঙিন মথুরা
মথুরায় রঙের উৎসব।
1/8

প্রতিবছর বসন্তে রঙিন হয়ে ওঠে সারা ভারত। প্রকৃতি থেকে সামাজিক আচার সবেতেই লাগে রঙের ছোঁয়া। কারণ এই সময়েই হয় দোল উৎসব। উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে যাকে হোলি বলা হয়। এটা এমন একটা উৎসব যা আপামর ভারতে পালিত হয়। তবে কিছু কিছু এলাকায় হোলির উৎসবে জড়িয়ে থাকে নানা ধরনের আঞ্চলিক প্রথা। চলেও দীর্ঘদিন ধরে।
2/8

তেমনই একটি জায়গা হল মথুরা। ভারতীয় সংস্কৃতির সঙ্গে আপাদমস্তক জড়িত উত্তরপ্রদেশের এই এলাকা। কৃষ্ণভক্ত তো বটেই হিন্দুদের অন্যতম তীর্থস্থান হিসেবে মানা হয় মথুরাকে। এখানে বিশাল বড় করে পালিত হয় হোলি। চলে ৪০ দিন ধরে। পালিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।
Published at : 16 Mar 2022 02:02 PM (IST)
আরও দেখুন






















