এক্সপ্লোর
World War II Bomb: ঘুমিয়ে কাটল প্রায় আট দশক, আচমকা জেগে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, কাঁপল নদীবন্দর
Norfolk Blast: এতকাল পড়েছিল চুপচাপ। ঘাঁটাতেই বিপত্তি ঘটল। তীব্র শব্দে বিস্ফোরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমার।
![Norfolk Blast: এতকাল পড়েছিল চুপচাপ। ঘাঁটাতেই বিপত্তি ঘটল। তীব্র শব্দে বিস্ফোরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/2c70f6f09faed5dc1c0f1822599eec741676130887254338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্যামেরাবন্দি সেই দৃশ্য। ছবি: ভিডিও গ্র্যাব।
1/10
![যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠা যায়নি আজও। কিন্তু শেষ বিশ্বযুদ্ধের পর কেটে গিয়েছে প্রায় আট দশক। তবে স্মৃতি থেকে তা মুছে যায়নি মোটেই। বরং প্রতিনিয়ত জানান দিয়ে চলেছে সেই দুঃসহ ইতিহাস। তাতে ফের একবার কেঁপে উঠল ব্রিটেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800be652.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠা যায়নি আজও। কিন্তু শেষ বিশ্বযুদ্ধের পর কেটে গিয়েছে প্রায় আট দশক। তবে স্মৃতি থেকে তা মুছে যায়নি মোটেই। বরং প্রতিনিয়ত জানান দিয়ে চলেছে সেই দুঃসহ ইতিহাস। তাতে ফের একবার কেঁপে উঠল ব্রিটেন।
2/10
![ব্রিটেনের নরফকের গ্রেট ইয়ারমাউথের ঘটনা। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা ফেটে বিস্ফোরণ ঘটল। তাতেই মুহূর্তের মধ্যে আতঙ্ক গ্রাস করল গোটা শহরকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/799bad5a3b514f096e69bbc4a7896cd9265dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্রিটেনের নরফকের গ্রেট ইয়ারমাউথের ঘটনা। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা ফেটে বিস্ফোরণ ঘটল। তাতেই মুহূর্তের মধ্যে আতঙ্ক গ্রাস করল গোটা শহরকে।
3/10
![নরফক পুলিশের ট্যুইটার হ্যান্ডলে ওই মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে। নদী ফুঁড়ে আচমকাই বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে। তাতে হলুদ এবং ধূসর নীল রংয়ে ছেয়ে যেতে দেখা গিয়েছে সংলগ্ন বন্দকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/156005c5baf40ff51a327f1c34f2975b69694.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নরফক পুলিশের ট্যুইটার হ্যান্ডলে ওই মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে। নদী ফুঁড়ে আচমকাই বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে। তাতে হলুদ এবং ধূসর নীল রংয়ে ছেয়ে যেতে দেখা গিয়েছে সংলগ্ন বন্দকে।
4/10
![নরফক পুলিশ জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা সেটি। বিগত আট দশক ঘুমন্ত অবস্থায় পড়েছিল। সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/d0096ec6c83575373e3a21d129ff8fef19902.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নরফক পুলিশ জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা সেটি। বিগত আট দশক ঘুমন্ত অবস্থায় পড়েছিল। সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছিল।
5/10
![এত দিন পর বোমাটি সক্রিয় থাকবে, তা যদিও গোড়ায় চিন্তা-ভাবনার মধ্যেই আসেনি। তবে কড়া নিরাপত্তায় বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কিন্তু তার মধ্যেই আচমকা তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/30e62fddc14c05988b44e7c02788e1871336e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এত দিন পর বোমাটি সক্রিয় থাকবে, তা যদিও গোড়ায় চিন্তা-ভাবনার মধ্যেই আসেনি। তবে কড়া নিরাপত্তায় বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কিন্তু তার মধ্যেই আচমকা তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে।
6/10
![নরফক পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছিল। বিস্ফোরণের দৃশ্য ক্যামেরাবন্দি করা হয় ড্রোন থেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/032b2cc936860b03048302d991c3498f97e35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নরফক পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগে থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছিল। বিস্ফোরণের দৃশ্য ক্যামেরাবন্দি করা হয় ড্রোন থেকে।
7/10
![বিস্ফোরণের পর আশেপাশের রাস্তাঘাট মোটামুটি খুলে দেওয়া হলেও, সাউথ টাউন রোড বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তবেই তা পুনরায় চালু করা হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/18e2999891374a475d0687ca9f989d83953fc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিস্ফোরণের পর আশেপাশের রাস্তাঘাট মোটামুটি খুলে দেওয়া হলেও, সাউথ টাউন রোড বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তবেই তা পুনরায় চালু করা হবে।
8/10
![চলতি সপ্তাহের মঙ্গলবারই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই বোমাটির হদিশ মেলে। তাতে এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। উন্নত প্রযুক্তির রোবট নামিয়ে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কিন্তু পরিকল্পনা মতো এগোয়নি কাজ। আটকানো যায়নি বিস্ফোরণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/ae566253288191ce5d879e51dae1d8c39ab88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চলতি সপ্তাহের মঙ্গলবারই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই বোমাটির হদিশ মেলে। তাতে এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। উন্নত প্রযুক্তির রোবট নামিয়ে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কিন্তু পরিকল্পনা মতো এগোয়নি কাজ। আটকানো যায়নি বিস্ফোরণ।
9/10
![এখনও পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি যদিও। এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশবাহিনী। পরিস্থিতি তদারকি করছে তারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/8cda81fc7ad906927144235dda5fdf150e9f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখনও পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি যদিও। এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশবাহিনী। পরিস্থিতি তদারকি করছে তারা।
10/10
![তবে শুধুমাত্র নরফক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হাজার হাজার বোমা বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও অনাবিষ্কৃত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এর আগেও একাধিক বার সেই সব উদ্ধারের নজির রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/fe5df232cafa4c4e0f1a0294418e5660afd70.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে শুধুমাত্র নরফক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হাজার হাজার বোমা বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও অনাবিষ্কৃত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এর আগেও একাধিক বার সেই সব উদ্ধারের নজির রয়েছে।
Published at : 11 Feb 2023 09:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)