করোনা রুখতে আরও কড়া মহারাষ্ট্র সরকার। ভাইরাসের চেন ভাঙতে নতুন নিয়ম লাগু করল সরকার। আজ, বৃহস্পতিবার থেকে ১ মে পর্যন্ত কঠোরভাবে লকডাউন পালনের কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মানুষের যাতায়াত এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে কড়া ভূমিকা নেবে প্রশাসন।
2/9
গণপরিবহনে যাতায়াত করতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সরকারি অফিস যা সরাসরি মহামারী মোকাবিলায় যুক্ত তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।
3/9
বিয়ে বাড়িতে সর্বোচ্চ লোকসংখ্যা ২৫ জন। নিয়ম ভাঙলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
4/9
মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে যে কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে সেখানে কত সংখ্যক কর্মী উপস্থিত থাকবে তা সংশ্লিষ্ট মন্ত্রকের প্রধান রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন।
5/9
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারবেন গণপরিবহন। পাস বা টিকিটের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সরকারের দেওয়া পরিচয়পত্র বাধ্যতামূলক।
6/9
সরকারি এবং বেসরকারি বাসে সর্বোচ্চ ৫০ শতাংশ যাত্রী থাকবেন। কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। পরিস্থিতি বুঝে আন্তঃরাজ্য বা আন্তঃজেলা এবং ট্রেন চালানো যাবে।
7/9
জরুরি এবং আপৎকালীন পরিস্থিতিতে বেসরকারি বাস পরিষেবা চালু থাকবে। তবে এক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। ৫০ শতাংশ যাত্রী থাকতে পারবে।
8/9
চিকিৎসার প্রয়োজনে বা জরুরি ভিত্তিতে আন্তঃরাজ্য বা আন্তঃজেলা বাস চালানো যেতে পারে। কেউ নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে।
9/9
কোনও ব্যক্তির রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে হাতে স্ট্যাম্প মারা হবে এবং ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। করোনার উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে।