এক্সপ্লোর
Indian Army: প্যারাশুট পরে ঝাঁপ, এক চাকায় দাঁড়িয়ে বাইক- দুরন্ত মহড়া সেনার
Southern Command: এমনই নানা কৌশল দেখানো হল বেঙ্গালুরুতে সাউদার্ন কমান্ড ইনভেস্টিচার প্যারেড।
নিজস্ব চিত্র
1/8

দুরন্ত স্টান্ট। কখনও আগুনের মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে বাইক। কখনও আবার প্যারাশুট থেকে দুরন্ত ঝাঁপ। এমনই নানা কৌশল দেখানো হল বেঙ্গালুরুতে সাউদার্ন কমান্ড ইনভেস্টিচার প্যারেড।
2/8

বেঙ্গালুরুতে মাদ্রাজ ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টারে এই মহড়া দেখানো হয়। ১২ থেকে ১৩ জানুয়ারি এই অনুষ্ঠান হয়েছে।
3/8

উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট জেনারেল অজয় কুমার সিংহ এবং আরও একাধিক উচ্চপদস্থ সেনা আধিকারিকরা। সেনাদের এবং ইউনিটগুলিকে শৌর্য্য পদক দেওয়া হয়েছে।
4/8

অস্ত্র প্রদর্শনী, মোটর বাইক ডিসপ্লে, কমব্যাট ফ্রি ফল, হেলিকপ্টারের মহড়ার মতো নানা কেরামতি দেখা দেওয়া হয়েছে।
5/8

সাদার্ন কমান্ড সেনাবাহিনীর মধ্য়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পুরনো এবং বৃহৎ কমান্ডের মধ্যে এটি একটি। ভারতীয় ভূখন্ডের অন্তত ৪০ শতাংশ এলাকা এই কমান্ডের অধীনে।
6/8

প্যারা জাম্পাররা কৌশল দেখাচ্ছে মহড়ার এক ফাঁকে।
7/8

ভারতীয় সেনাবাহিনীর টর্নেডো টিমের এক সদস্য বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছেন। জলের মধ্যে দিয়ে নিয়ে গেলেন মোটরবাইক।
8/8

ভারতীয় সেনাবাহিনীর টর্নেডো টিমের কয়েকজন মোটরবাইকে চড়ে স্টান্ট দেখাচ্ছেন। একটাই বাইকে চড়েছে গোটা টিম। সব ছবি: PTI
Published at : 13 Jan 2023 07:31 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















