এক্সপ্লোর
Chile Wild Fire:দাবানলে ঝলসে যাচ্ছে চিলি, নিহত এখনই ৫১
World News:দাবানলে জ্বলছে চিলি। প্রশাসন জানাচ্ছে, এখনও পর্যন্ত এই ভয়াল বিপর্যয়ে প্রাণহানি সংখ্যা ৫১। তবে দেশের এ প্রান্ত থেক ও প্রান্ত, যে ভাবে আগুন ছড়াচ্ছে, তাতে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দাবানলে ঝলসে যাচ্ছে চিলি, নিহত এখনই ৫১
1/8

দাবানলে জ্বলছে চিলি। প্রশাসন জানাচ্ছে, এখনও পর্যন্ত এই ভয়াল বিপর্যয়ে প্রাণহানি সংখ্যা ৫১। তবে দেশের এ প্রান্ত থেক ও প্রান্ত, যে ভাবে আগুন ছড়াচ্ছে, তাতে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। (প্রতীকী ছবি)
2/8

দাবানলের তীব্রতা বিচার পরে চিলি-তে আপৎকালীন পরিস্থিতি জারি করা হয়েছে। উপকূলবর্তী শহরগুলি এখনও ঘন ধোঁয়ার মোড়কে ঠাসা। সেখানকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। (প্রতীকী ছবি)
Published at : 04 Feb 2024 08:16 PM (IST)
আরও দেখুন






















