এক্সপ্লোর
Atal Bihari Vajpayee: রাজনীতির ভেদাভেদ মুছে যেত তাঁর সামনে, আজ অটল বিহারীর জন্মদিন
Atal Bihari Vajpayee Birth Anniversary: তাঁর প্রধানমন্ত্রিত্বে একাধিক মাইলফলক তৈরি হয়েছে দেশে
নিজস্ব চিত্র। ছবি: গেটি
1/10

একদিকে দৃঢ়চেতা রাজনীতিক। অন্যদিকে অন্তরে বয়ে যায় স্নেহের ফল্গুধারা। একদিকে জ্বালাময়ী ভাষণ দেন, অন্যদিকে তাঁরই কলমে সৃষ্টি হয় মন জুড়ানো কবিতার। ধীরে কথা বলা, অত্যন্ত নরম মনের, মিতভাষী এই ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ছিলেন সাংসদ। রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে নানা স্তরের মানুষজন মাথা ঝোঁকাতেন এই মানুষটার সামনে এলে। তিনি অটল বিহারী বাজপেয়ী।
2/10

তাঁর রাজনৈতিক জীবনেও ছিল নানা ওঠানামা। ভারতীয় জন সঙ্ঘ হয়ে জনতা পার্টি হয়ে বিজেপি। জনতা পার্টি সরকারের বিদেশমন্ত্রী ছিলেন তিনি। তারপরে বিজেপি তৈরির সময় তিনি প্রথমসারির নেতা। হিন্দু নেতা হিসেবে পরিচিত হলেও বাকিদের তুলনায় অনেকটাই আলাদা ছিলেন অটল বিহারী বাজপেয়ী।
Published at : 25 Dec 2022 04:54 PM (IST)
আরও দেখুন






















