এক্সপ্লোর
Ram Mandir Opening: রাম লালার প্রাণপ্রতিষ্ঠার তোড়জোড়, কীভাবে সাজছে রাম মন্দির? রইল ছবি
Ramlala Pran Pratishtha: রামায়ণে জটায়ুর ভূমিকা সর্বজনবিদিত। চম্পত রাই জানিয়েছেন, কুবের টিলায় একটি জটায়ু মূর্তি বসানো হয়েছে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

অযোধ্যার শ্রী রাম মন্দির উদ্বোধনে এক মাসও বাকি নেই। এখন দ্রুতগতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনের জন্য পাঠানো হচ্ছে আমন্ত্রণপত্রও। এরই মধ্যে ঠিক কীভাবে তৈরি হচ্ছে অযোধ্যার শ্রী রাম মন্দির (Ayodhya Ram Mandir Inauguration), তা নিয়ে জানানো হয়েছে শ্রী রাম মন্দির ট্রাস্টের তরফে।
2/10

আধুনিক পয়ঃপ্রণালী প্ল্যান্ট (Sewage Treatment Plant) থেকে জল পরিশোধন প্ল্যান্ট (Water Treatment Plant) সবই থাকছে এখানে। বয়স্ক নাগরিক থেকে বিশেষভাবে সক্ষম নাগরিক সবার চলাচলের সুবিধার কথা মাথায় রাখা হচ্ছে এখানে, জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। তার সঙ্গেই থাকছে বিদ্যুৎ সরবরাহ বিশেষ ব্যবস্থাও।
Published at : 27 Dec 2023 01:39 PM (IST)
আরও দেখুন






















