এক্সপ্লোর
Parliament Special Session:তামান্না ভাটিয়া থেকে কীর্তি কুলহারি, সংসদের বিশেষ অধিবেশনে যেন 'চাঁদের হাট'
Bollywood Celebs:সংসদের বিশেষ অধিবেশনে যেন তারকাদের হাট। উপলক্ষ্য? অল্পকথায় বলতে গেলে, একটি কারণ অবশ্যই মহিলা সংরক্ষণ বিল।
তামান্না ভাটিয়া থেকে কীর্তি কুলহারি, সংসদের বিশেষ অধিবেশনে যেন 'চাঁদের হাট'
1/8

সংসদের বিশেষ অধিবেশনে যেন তারকাদের হাট। উপলক্ষ্য? অল্পকথায় বলতে গেলে, একটি কারণ অবশ্যই মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় বুধবারই পাশ হয়ে গিয়েছে সেটি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার, সংসদ চত্বরে দাঁড়িয়ে বলি-তারকা তামান্না ভাটিয়া বললেন, 'আমাদের দেশে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়া একটি ঐতিহাসিক ঘটনা।'
2/8

বিশেষ অধিবেশন উপলক্ষ্যে বৃহস্পতিবার তামান্নার পাশাপাশি দিব্যা দত্ত থেকে কীর্তি কুলহারির মতো অভিনেত্রীদের মতো দেখা যায় সংসদ ভবনে। চত্বরে দাঁড়িয়ে তামান্না আরও বলেন, 'আমরা যে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির কথা বলি, মহিলারা অংশ না নিলে তা সম্ভবপর নয়।'
Published at : 21 Sep 2023 09:49 PM (IST)
আরও দেখুন






















