এক্সপ্লোর
Rahul Gandhi:'আমার শক্তি, আমার ঠাকুমা', ইন্দিরা-স্মরণে শ্রদ্ধার্ঘ রাহুলের
Indira Gandhi On Her Death Anniversary: আজ ঠাকুমা, অর্থাৎ ইন্দিরা প্রিয়দর্শিনী গাঁধীর প্রয়াণদিবসের ৩৯ বছরে তাঁকে স্মরণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমার শক্তি, আমার ঠাকুমা।'

'আমার শক্তি, আমার ঠাকুমা', ইন্দিরা-স্মরণে শ্রদ্ধার্ঘ রাহুলের
1/9

ঠাকুমার হঠাৎ ও ভয়ঙ্কর মৃত্যুতে দুই ভাই-বোন যে তখন ধাক্কা খেয়েছিলেন, সেটা কখনও লুকোননি রাহুল গাঁধী। আজ ঠাকুমা, অর্থাৎ ইন্দিরা প্রিয়দর্শিনী গাঁধীর প্রয়াণদিবসের ৩৯ বছরে তাঁকে স্মরণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমার শক্তি, আমার ঠাকুমা।'
2/9

'যে ভারতের জন্য আপনি আত্মত্যাগ করেছিলেন, তাকে সব সময় রক্ষা করব। আপনার স্মৃতি সব সময় আমার মনে থেকে যাবে', এক্স হ্যান্ডেলে আরও লিখলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।
3/9

মঙ্গলবার, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে শক্তিস্থলে গিয়েছিলেন রাহুল গাঁধী। সঙ্গে ছিলেন মা সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ শীর্ষ কংগ্রেস নেতাদের অনেকে।
4/9

তার আগে, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেখানে দেখা যাচ্ছে, ইন্দিরা গাঁধীর শেষকৃত্যের সময় তাঁর দেহের পাশে দাঁড়িয়ে নাগাড়ে কেঁদে চলেছে আদুরে নাতি।
5/9

ভয়েস ওভারে রাহুলের গলা। শোনা যাচ্ছে, 'আসলে আমার দু'জন মা। একজন সুপারমাদার, আমার ঠাকুমা।' কংগ্রেস সাংসদের স্মৃতিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী এমন একজন যিনি ভারতের ঐক্যরক্ষা ও উন্নয়নের জন্য আপ্রাণ লড়ে গিয়েছেন।
6/9

ভিডিওর মধ্যে একটি স্টিল ছবিও দেখা যায়। সেখানে অল্পবয়সি সনিয়া গাঁধীর কোলে চড়ে রয়েছেন রাহুল, পাশে দাঁড়িয়ে ঠাকুমা ইন্দিরা গাঁধী। রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তৃতার একটুকরো অংশও।
7/9

বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি আন্দোলন মোকাবিলার যুক্তিতে অমৃতসরের স্বর্ণমন্দিরে 'অপারেশন ব্লু স্টার'-র নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী।
8/9

স্বর্ণমন্দিরে এই অভিযানের বদলা নিতে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রধানমন্ত্রীকে গুলি করে তাঁরই দেহরক্ষী সতবন্ত সিংহ এবং বিয়ন্ত সিংহ। নয়াদিল্লিতে ১ নম্বর সফদরজঙ্গ রোডের বাড়িতে লুটিয়ে পড়েন তিনি। শেষ হয় এক অধ্যায়।
9/9

আজ, তাঁর প্রয়াণদিবসে, নাতি রাহুল গাঁধীকে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শোনা যায়। তিনি জানিয়ে দেন, ফোনে যতই আড়িপাতা হোক না কেন, লড়াই বন্ধ হবে না। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আপ রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এক অভিযোগ করেন। পরে কংগ্রেস নেতা পবন খেরার মুখেও সেই অভিযোগই শোনা যায়। তার পরই রাহুলের সাংবাদিক বৈঠক।
Published at : 31 Oct 2023 02:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
