এক্সপ্লোর
Rahul Gandhi:'আমার শক্তি, আমার ঠাকুমা', ইন্দিরা-স্মরণে শ্রদ্ধার্ঘ রাহুলের
Indira Gandhi On Her Death Anniversary: আজ ঠাকুমা, অর্থাৎ ইন্দিরা প্রিয়দর্শিনী গাঁধীর প্রয়াণদিবসের ৩৯ বছরে তাঁকে স্মরণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমার শক্তি, আমার ঠাকুমা।'
'আমার শক্তি, আমার ঠাকুমা', ইন্দিরা-স্মরণে শ্রদ্ধার্ঘ রাহুলের
1/9

ঠাকুমার হঠাৎ ও ভয়ঙ্কর মৃত্যুতে দুই ভাই-বোন যে তখন ধাক্কা খেয়েছিলেন, সেটা কখনও লুকোননি রাহুল গাঁধী। আজ ঠাকুমা, অর্থাৎ ইন্দিরা প্রিয়দর্শিনী গাঁধীর প্রয়াণদিবসের ৩৯ বছরে তাঁকে স্মরণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমার শক্তি, আমার ঠাকুমা।'
2/9

'যে ভারতের জন্য আপনি আত্মত্যাগ করেছিলেন, তাকে সব সময় রক্ষা করব। আপনার স্মৃতি সব সময় আমার মনে থেকে যাবে', এক্স হ্যান্ডেলে আরও লিখলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।
Published at : 31 Oct 2023 02:25 PM (IST)
আরও দেখুন






















