রাজস্থান আজমির থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পুষ্কর। তিন দিকে পাহাড়ে ঘেরা এ স্থানটি খুবই জনপ্রিয় দেশ ও বিদেশে। আর এখানেই হয় বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা।
2/7
কার্তিক পূর্ণিমার আগে সাত দিন ধরে চলে এই মেলা। শেষ হয় পূর্ণিমার দিন। শুধু মাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি-বিদেশি পর্যটক আসেন।
3/7
রাজস্থানকে বলা হয় প্রাসাদের শহর। একই সঙ্গে রাজস্থানকে উৎসবের শহরও বলা যায়। এই পুষ্কর এই রাজ্যে অন্যতম। পুষ্কর হ্রদের নামে এর নাম।
4/7
এই মেলায় রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে উট নিয়ে আসেন বিক্রেতারা। বিস্তৃত মেলা প্রাঙ্গণ ভরে থাকে হাজার হাজার উটে। অনেকে উটকে সাজান সুন্দর করে।
5/7
যদিও ২০২০ সালে অতিমারির কারণে বন্ধ রাখা হয়েছিল। তবে এবার ১৩ দিনের জন্য এই মেলা খোলা হল।
6/7
দশ লক্ষের উপরে পশু বিক্রেতার জমায়েত হয় এখানে। এখানে উটের দৌড়, উটের নাচ, অ্যাক্রোব্যাটের আয়োজন করা হয়।
7/7
কেনাবেচা হয় গরু-ঘোড়াও। এই মেলায় রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে উট নিয়ে আসেন বিক্রেতারা।