এক্সপ্লোর
Fungus Infections in Covid19 : ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো- কতটা ক্ষতিকারক এই তিন ফাঙ্গাস ?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/9f69927afda24fece43a0ce80b700394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/5
![দেশজুড়ে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে এক বিরল হোয়াইট ফাঙ্গাসের হদিশ মেলে। যে ক্ষেত্রে অন্ত্রে সংক্রমণ দেখা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/28/67747b83cbf494375b673b06a4ba5c42b54b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশজুড়ে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে এক বিরল হোয়াইট ফাঙ্গাসের হদিশ মেলে। যে ক্ষেত্রে অন্ত্রে সংক্রমণ দেখা গিয়েছে।
2/5
![AIIMS-এর অধিকর্তা রণদীপ গুলেরিয়া সম্প্রতি জানিয়েছেন, বিভিন্ন রকমের ফাঙ্গাস ইনফেকশন রয়েছে। যেমন-ক্যানডিডা, অ্যাসপারগিলোসিস, ক্রিপ্টোকোক্কাস, হিস্টোপ্লাজমোসিস। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের মধ্যে কোক্কিডিওডোমাইকোসিস, মুকোরমাইকোসিস, ক্যানডিডা ও অ্যাসপারগিলোসিসের সংক্রমণ দেখা যায়।(ছবি সৌজন্য : PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/28/568001d9eb97f2b157d06df96feb06488fe83.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
AIIMS-এর অধিকর্তা রণদীপ গুলেরিয়া সম্প্রতি জানিয়েছেন, বিভিন্ন রকমের ফাঙ্গাস ইনফেকশন রয়েছে। যেমন-ক্যানডিডা, অ্যাসপারগিলোসিস, ক্রিপ্টোকোক্কাস, হিস্টোপ্লাজমোসিস। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের মধ্যে কোক্কিডিওডোমাইকোসিস, মুকোরমাইকোসিস, ক্যানডিডা ও অ্যাসপারগিলোসিসের সংক্রমণ দেখা যায়।(ছবি সৌজন্য : PTI)
3/5
![এই মুহূর্তে ভারতে ১০ হাজারের বেশি মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এই ছাত্রাকঘটিক সংক্রমণের মোকাবিলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত ব্লাড সুগার, কোভিডের চিকিৎসার সময় স্টেরয়েডের অপব্যবহার-এই সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ বলে মনে করা হচ্ছে। সরকার এই রোগের চিকিৎসায় ওযুধের সরবরাহ বাড়িয়েছে। অনেক রাজ্যই এই রোগকে মহামারী বলে বিজ্ঞপ্তি জারি করেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/28/4b8dee1e115d77a25cd2781ebc3579a30178d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই মুহূর্তে ভারতে ১০ হাজারের বেশি মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এই ছাত্রাকঘটিক সংক্রমণের মোকাবিলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত ব্লাড সুগার, কোভিডের চিকিৎসার সময় স্টেরয়েডের অপব্যবহার-এই সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ বলে মনে করা হচ্ছে। সরকার এই রোগের চিকিৎসায় ওযুধের সরবরাহ বাড়িয়েছে। অনেক রাজ্যই এই রোগকে মহামারী বলে বিজ্ঞপ্তি জারি করেছে।
4/5
![বৃহস্পতিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে বিরল হোয়াইট ফাঙ্গাসের হদিশ পাওয়া যায়। যেখানে আক্রান্তের অন্ত্রে একাধিক ছিদ্র দেখা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হোয়াইট ফাঙ্গাসে এই ধরনের ক্ষতি এর আগে দেখা যায়নি। এখনও পর্যন্ত হোয়াইট ফাঙ্গাসকে সাধারণ সংক্রমণ হিসাবে দেখা হচ্ছে। যা বাজারচলতি ওষুধে সেরে ওঠে। জবলপুরের নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিক্যাল কলেজ হসপিটালের ENT বিভাগের প্রধান কবিতা সচদেবা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, এই হাসপাতালে প্রতি মাসে পাঁচটি করে হোয়াইট ফাঙ্গাসের কেস আসে। গ্রামীণ এলাকায় এটি খুব কমন। কারণ, এটি ধুলো, খড় বা এই জাতীয় জিনিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিকিৎসা জগতে এটা অ্যাসপারগিলাস ফ্লাভাস বলা হয়। এটা কোনও নতুন রোগ নয়। এমনকী এটা মুকোরমাইকোসিসের মতো মারণাত্মকও নয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/28/847180e03e012624bfeb2479823efcb5b9855.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃহস্পতিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে বিরল হোয়াইট ফাঙ্গাসের হদিশ পাওয়া যায়। যেখানে আক্রান্তের অন্ত্রে একাধিক ছিদ্র দেখা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হোয়াইট ফাঙ্গাসে এই ধরনের ক্ষতি এর আগে দেখা যায়নি। এখনও পর্যন্ত হোয়াইট ফাঙ্গাসকে সাধারণ সংক্রমণ হিসাবে দেখা হচ্ছে। যা বাজারচলতি ওষুধে সেরে ওঠে। জবলপুরের নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিক্যাল কলেজ হসপিটালের ENT বিভাগের প্রধান কবিতা সচদেবা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, এই হাসপাতালে প্রতি মাসে পাঁচটি করে হোয়াইট ফাঙ্গাসের কেস আসে। গ্রামীণ এলাকায় এটি খুব কমন। কারণ, এটি ধুলো, খড় বা এই জাতীয় জিনিসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিকিৎসা জগতে এটা অ্যাসপারগিলাস ফ্লাভাস বলা হয়। এটা কোনও নতুন রোগ নয়। এমনকী এটা মুকোরমাইকোসিসের মতো মারণাত্মকও নয়।
5/5
![উদ্বেগ বাড়াচ্ছে ইয়েলো ফাঙ্গাসও। গাজিয়াবাদের ENT স্পেশালিস্ট বিপি ত্যাগী সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, শরীরের অভ্যন্তরে ভাগে শুরু হওয়ার এটির মারণক্ষমতা বেশি। এছাড়া এর উপসর্গ শনাক্ত করাও সহজ নয়। ANI-সূত্রে খবর, গাজিয়াবাদে ৪৫ বছরের এক ব্যক্তির শরীরে একসঙ্গে ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস পাওয়া গিয়েছে। ইয়েলো ফাঙ্গাসের নুমনা পরীক্ষা করে দেখতে হবে কারণ এটা সরীসৃপের মধ্যে পাওয়া যায় বলে জানিয়েছেন ICMR-এর এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ বিভাগের প্রধান সমীরণ পান্ডা।(ছবি সৌজন্য : PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/28/30f23f2092e7cb988f98b078243a3ba69d55a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উদ্বেগ বাড়াচ্ছে ইয়েলো ফাঙ্গাসও। গাজিয়াবাদের ENT স্পেশালিস্ট বিপি ত্যাগী সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, শরীরের অভ্যন্তরে ভাগে শুরু হওয়ার এটির মারণক্ষমতা বেশি। এছাড়া এর উপসর্গ শনাক্ত করাও সহজ নয়। ANI-সূত্রে খবর, গাজিয়াবাদে ৪৫ বছরের এক ব্যক্তির শরীরে একসঙ্গে ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস পাওয়া গিয়েছে। ইয়েলো ফাঙ্গাসের নুমনা পরীক্ষা করে দেখতে হবে কারণ এটা সরীসৃপের মধ্যে পাওয়া যায় বলে জানিয়েছেন ICMR-এর এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ বিভাগের প্রধান সমীরণ পান্ডা।(ছবি সৌজন্য : PTI)
Published at : 28 May 2021 03:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)