এক্সপ্লোর
Army Day 2024: মাঝ আকাশে কেরামতি! আগুন-রিংয়ে ঝাঁপ! কী কী রয়েছে সেনা দিবসের প্যারেডে?
Indian Army Day: এই বছর লখনউতে হয়েছে আর্মি ডে প্যারাড। উপস্থিত ছিলেন ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পান্ডে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

ভারতের সার্বভৌমত্ব, ভারতীয় ভূখণ্ড এবং সারা দেশবাসীর সুরক্ষা যাঁদের উপর ন্যস্ত তাঁদের মধ্যে অন্যতম ভারতের সেনাবাহিনী।
2/10

প্রাণের বিনিময়ে ভারতীয় ভূখণ্ড রক্ষা থেকে শুরু করে সন্ত্রাসদমন, রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুদের হারানো থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের সময় দেশবাসীর প্রাণ বাঁচানোর অসংখ্য নজির রয়েছে এই বাহিনীর। প্রতিবছর ১৫ জানুয়ারি পালিত হয় ভারতীয় সেনা দিবস (Indian Army Day)।
Published at : 15 Jan 2024 03:11 PM (IST)
আরও দেখুন






















