ইঙ্গিত ছিলই। এবার সেই মতোই আনলক পর্ব শুরুর বিজ্ঞপ্তি জারি করল মধ্যপ্রদেশ সরকার।
2/10
আগের তুলনায় করোনা সংক্রমণের হার কমেছে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন, আগামী ১ জুন থেকে লকডাউন বিধি শিথিলের পথে হাঁটতে শুরু করবে মধ্যপ্রদেশ।
3/10
image 3একটি বিবৃতি জারি করে ইতিমধ্যেই জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে বাজার-দোকান খুলতে শুরু করবে। এ বিষয়ে বেশ কিছু কৌশলও নিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
4/10
৫২টি জেলার মধ্যে ইন্দোর, ভোপাল, সাগর এবং মরিনাসহ মাত্র ৪টি জেলায় সংক্রমণের হার ৫ শতাংশর ওপরে। বাকি ৪৮টি জেলাতেই ৫ শতাংশের নিচে নেমে গিয়েছে দৈনিক সংক্রমণের হার।
5/10
সংক্রমণের নিরিখে জেলাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং আলাদা আলাদা জেলার জন্য আলাদা গাইডলাইন জারি করা হয়েছে সরকারের তরফে।
6/10
বাজার-দোকান খোলার সুপারিশে মন্ত্রীদের একটি দলও গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁরা প্রয়োজনীয় উপদেশ দেবেন। তবে যদি সংক্রমণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে ফের বিধি-নিষেধ জারি করা হবে রাজ্যে এমনটাও জানানো হয়েছে।
7/10
বিবৃতিতে জানানো হয়েছে, কলেজ, স্কুল, কোচিং সেন্টার, শপিং মল, সিনেমা খোলার কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি মধ্যপ্রদেশ সরকার। নির্দিষ্ট সময়ের জন্যই খোলা থাকবে বাজার-দোকান। পাশাপাশি সপ্তাহান্তের কার্ফুও জারি থাকবে আপাতত।
8/10
শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, মেলা ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা এখনও রয়েছে। বিয়েতে ২০ জন এবং মৃত ব্যক্তির শেষকৃত্য়ে ১০জনের উপস্থিতির অনুমতি থাকছে।
9/10
মুখ্যমন্ত্রী বলেছেন, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। কাজেই সকলকে কোভিড বিধি মেনে মাস্ক পরতে হবে। সচেতনতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
10/10
উল্লেখ্য, সম্প্রতি করোনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মাসে ৫,০০০টাকা পেনশন ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার এবং কোভিড আক্রান্ত হয়ে বাবা-মা বা অভিভাবক মারা গিয়েছে এমন শিশুদের সাহায্য করবে সরকার।