এক্সপ্লোর
Parliament Monsoon Session:আজ শুরু সংসদের বাদল অধিবেশন, মণিপুরের ঘটনা নিয়ে বার্তা মোদির
Manipur Violence: আজ বাদল অধিবেশন শুরু হতে চলেছে সংসদে। তার আগে বার্তা মণিপুরের ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি।
আজ শুরু সংসদের বাদল অধিবেশন, মণিপুরের ঘটনা নিয়ে বার্তা মোদির
1/8

আজ বাদল অধিবেশন শুরু হতে চলেছে সংসদে। তার আগে বার্তা মণিপুরের ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি।
2/8

শোনা যাচ্ছে, মণিপুরে নারী নিগ্রহের ভিডিও তথা সার্বিক হিংসা-পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
3/8

তা ছাড়াও রেল নিরাপত্তা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ইন্দো-চিন সীমান্ত সমস্যা ইত্য়াদি নিয়েও উত্তাল হতে পারে সংসদ।
4/8

অধিবেশন শুরুর আগের দিন, অর্থাৎ গত কাল, রীতিমাফিক সর্বদলীয় বৈঠক হয়।
5/8

বৈঠকে যোগ দিয়েছিলেন ৩৪টি দলের ৪৪ জন নেতা। অধিবেশনের কাজকর্ম যাতে নির্বিঘ্নে চলে সেই জন্য়ই বৈঠক।
6/8

১১ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলার কথা। ১৭টি সিটিং থাকবে এই অধিবেশনে।
7/8

অধিবেশনের প্রথম দিনে কয়েকটি দল মণিপুরের হিংসা ও অন্যান্য কিছু ইস্যু নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে পারে বলে খবর।
8/8

শোনা গিয়েছিল, এবার বাদল অধিবেশন নতুন সংসদ ভবনেই হওয়ার কথা। তবে এখন যা শোনা যাচ্ছে, তাতে পুরনো সংসদ ভবনেই অধিবেশন হচ্ছে।
Published at : 20 Jul 2023 10:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























