এক্সপ্লোর
Ram Mandir Inauguration: ডাকটিকিটে রামায়ণের চরিত্র, রয়েছে আরও চমক! উদ্বোধন মোদির
Ram Mandir Stamps:ডাকবিভাগের কর্তৃপক্ষ জানিয়েছে, রাম মন্দির, চৌপাই, সূর্য, সয়যূ নদী এবং মন্দিরের যাবতীয় ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে ওই স্মারক ডাকটিকিটে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/8

অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে প্রকাশিত হল স্মারক ডাকটিকিট (commemorative postage stamps)। একটি নয়, একাধিক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। রামায়ণের গুরুত্বপূর্ণ চরিত্র তাতে স্থান পেয়েছেন।
2/8

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন এই স্মারক ডাকটিকিটের। এছাড়া একটি ডাকটিকিটের বইও উদ্বোধন করেছেন তিনি।
Published at : 18 Jan 2024 09:25 PM (IST)
আরও দেখুন






















