এক্সপ্লোর
Delhi Pollution: ধোঁয়াশায় ঢাকা আকাশ, সামাল দিকে স্প্রে-মেশিনে জল ছেটাচ্ছে প্রশাসন
Air Pollution: দূষণে লাগাম পরাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। বন্ধ করা হয়েছে নির্মাণশিল্পের একাধিক কাজ, এবং ভাঙাচোরার কাজও।
নিজস্ব চিত্র
1/10

বছর যায়, বছর আসে। কিন্তু দিল্লির দূষণের পরিস্থিতির কোনও বদল হয় না। প্রতিবছর শীতের আগে ভয়াবহ দূষণে ঢেকে যায় দিল্লি এবং লাগোয়া নয়ডা-গুরগাঁওয়ের আকাশ। এবারেও ছবিটা একই। ছবি: PTI
2/10

শুক্রবারও দিল্লির বাতাসের মান অতি খারাপ বিভাগের। বৃহস্পতিবারই একটু কমেছিল দূষণের মাত্রা। ছবি: PTI
Published at : 11 Nov 2022 10:20 PM (IST)
আরও দেখুন






















