এক্সপ্লোর
PM Modi Assets: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বৃদ্ধি মোদির, দান করে দিয়েছেন নিজের নামে থাকা একমাত্র জমি
PMO Assets Declarations: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (Narendra Modi) কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হল প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে।
এক বছরে কত বাড়ল প্রধানমন্ত্রীর সম্পত্তি, খতিয়ান দিল PMO।
1/10

এক বছরে কত বাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ! খতিয়ান প্রকাশ করল প্রধানমন্ত্রীর দফতর। তাতে বিশদ তথ্য দেওয়া রয়েছে। ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত সময়কালের কত বেড়েছে সম্পত্তি, তার হিসেবই দিয়েছে PMO।
2/10

২০২১-এর মার্চ পর্যন্ত মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ৮৮৫ টাকা। ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত তা বেড়ে হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ টাকা। ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস, জীবন বিমা, গহনা, ব্যাঙ্কে জমা টাকা এবং হাতে থাকা নগদ মিলিয়ে মোদির অস্থাবর সম্পত্তির এই হিসেব দেখানো হয়েছে।
Published at : 09 Aug 2022 03:58 PM (IST)
আরও দেখুন






















