G-7 সম্মেলনে যোগ দিতে জার্মানিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলবায়ু পরিবর্তন, শক্তি এবং সন্ত্রাস মোকাবিলা নিয়ে সদস্য দেশগুলির সঙ্গে আলোচনা রয়েছে।
2/10
তার আগে মিউনিখে প্রবাসী ভারতীয়দের একটি অুষ্ঠানে হাজির হন মোদি। সেখানে তাঁকে দেখএ আবেগের বাঁধ ভাঙে। রব ওঠে 'মোদি, মোদি।'
3/10
প্রবাসী ভারতীয়দের সামনে ভারতকে ফের শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন মোদি। তিনি জানান, আগামী ২৫ বছরের নীল নকশা তৈরি করে ফেলেছে তাঁর সরকার। ১০০তম স্বাধীনতা দিবসে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে ভারত।
4/10
ভারতকে আয়ুর্বেদ চিকিৎসার উৎসস্থল হিসেবে ব্যাখ্যা করেন মোদি। ভারতের যোগশিক্ষা গোটা বিশ্বকে প্রাণায়াম শিখিয়েছে বলে মন্তব্য করেন।
5/10
২১ শতকে ভারতই জাতীয় শিক্ষা নীতি আনতে সফল হওয়া একমাত্র দেশ বলে দাবি করেন মোদি। তাঁর মতে, নিজের মাতৃভাষায় বই পড়েই এখন থেকে ডাক্তার হতে পারবেন ভারতীয় পড়ুয়ারা।
6/10
স্বাধীনতের ৭৫ বছরে অমৃত মহোৎসব পালন করছে ভারত। ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে আগ্রহী বিশঅবের তাবড় দেশ, দাবি মোদির।
7/10
করোনা কালে টিকাকরণে ভারত নজির গড়েছে বলে দাবি করেন মোদি। তিনি জানান, ৯০ শতাংশ ভারতীয় টিকা পেয়েছেন। বিশ্বের অন্য দেশেও টিকা সরবরাহ করেছে ভারত।
8/10
প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি বলেন, তাঁরা মোটেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি। বরং ভারতের প্রতিনিধি হিসেবে, ভারতের দূত হিসেবে অন্য দেশে রয়েছেন।
9/10
মোদির দাবি, পণ্য রফতানিতে মাইলফলক গড়েছে ভারত। আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।
10/10
আগামী বছর পণ্য রফতানিতে আরও বেশি সাফল্যের আশা মোদির। প্রবাসী ভারতীয়দের সহযোগিতা প্রার্থনা।