এক্সপ্লোর
India Top News : কুস্তিগিরদের আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লি থেকে করমণ্ডল দুর্ঘটনা - এক নজরে সপ্তাহের বড় খবর
কুস্তিগিরদের আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লি থেকে করমণ্ডল দুর্ঘটনা - এক নজরে সপ্তাহের বড় খবর
India Top News : কুস্তিগিরদের আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লি থেকে করমণ্ডল দুর্ঘটনা - এক নজরে সপ্তাহের বড় খবর
1/10

এই সপ্তাহের সবথেকে বড় খবর করমণ্ডল দুর্ঘটনা। জ্ঞানেশ্বরীর ভয়াবহ স্মৃতি ফেরাল করমমণ্ডল। বালেশ্বর দুর্ঘটনায় মৃতের সংখ্যা পার করেছে ২৬০। আহত অগুন্তি।
2/10

ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর ছবি দেখা গেল বালেশ্বরে। মালগাড়ির উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। দেশলাইয়ের বাক্সর মতো দুমড়ে মুচড়ে পড়ে একের পর এক বগি। ধ্বংসস্তূপ সরিয়ে চলে উদ্ধারকাজ।
3/10

ধ্বংসস্তূপে চলে প্রাণের খোঁজ। গ্যাস কাটার দিয়ে ট্রেনের দরজা-জালনা কেটে চলে উদ্ধারের চেষ্টা। আনা হয়েছে স্নিফার ডগ। নামে সেনা, এনডিআরএফ। এয়ারলিফ্টের জন্য আনা হয় কপ্টার।
4/10

বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘রেলমন্ত্রীকে গুরুত্ব দেওয়া হয় না, ঘটনায় রেলের গাফিলতি রয়েছে’
5/10

যাত্রীদের নিরাপত্তার কথা ভাবে না রেল, বালেশ্বরে দুর্ঘটনাস্থলে গিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর
6/10

গত রবিবার গণতন্ত্রের পীঠস্থান ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
7/10

দু’ দফায় উদ্বোধনী অনুষ্ঠান। সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর সোনার রাজদণ্ড সেঙ্গলকে সাষ্টাঙ্গে।
8/10

ওইদিনই দিল্লিতে কুস্তিগিরদের নতুন সংসদ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের সঙ্গে চলল তুমুল ধস্তাধস্তি শুরু হয়। টেনে হিঁচড়ে পুলিশ ভ্য়ানে তোলা হয় বজরঙ্গ পুনিয়া, সাক্ষী মালিকদের। ঘটনার নিন্দা করে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাহুল গাঁধী।
9/10

২৯ মে হিংসাদীর্ণ মণিপুরে যান অমিত শা। তার আগে নতুন করে অশান্তি ছড়ায় ইম্ফল। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। আহত হন নিরাপত্তা বাহিনীর এক জওয়ান-সহ ১২ জন। উরিপকে বিজেপি বিধায়কের অফিস ভাঙচুর করা হয়।
10/10

বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জম্মুর ঝজ্জর কাটলি এলাকায় খাদে বাস পড়ে মৃত্যু হয় ১০ জন তীর্থযাত্রীর। আহত বহু জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অমৃতসর থেকে কাটরা যাওয়ার পথে, সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায় ডবল ডেকার বাস। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। মৃত ও আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা।
Published at : 03 Jun 2023 03:36 PM (IST)
View More
Advertisement
Advertisement






















