এক্সপ্লোর
World Day Against Child Labour2021: বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস- এই দিবসের তাৎপর্য ও এবারের বিষয়বস্তু
World Day Against Child Labour2021
1/6

প্রতি বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯ বছর আগে এই দিবসের সূচনা করেছিল আন্তর্জাতিক শ্রম সংঘ। ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রম না করিয়ে তাদের শিক্ষার সুযোগ দান ও অগ্রগতির লক্ষ্যে সচেতনার প্রসারই এই দিবসের লক্ষ্য। কোনও শিশুর চোখের স্বপ্ন ও শৈশব যাতে অঙ্কুরেই বিনষ্ট হয়ে না যায়, সেই লক্ষ্যেই এই দিবস উদযাপন।
2/6

এই সচেতনতা প্রসারের লক্ষ্য এই দিনটি সমগ্র বিশ্বেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুশ্রম রোধ ও বিলুপ্তিই এই দিবসের উদ্দেশ্য। এই দিনটিতে শিশু শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে সচেতনা প্রসার করা হয়। বিভিন্ন সরকার, নিয়োগকারী সংস্থা, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ তথা লক্ষ্য লক্ষ্য মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, শিশু শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার লক্ষ্যেও প্রচার চালানো হয়।
Published at : 12 Jun 2021 04:48 PM (IST)
আরও দেখুন






















