এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
World Day Against Child Labour2021: বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস- এই দিবসের তাৎপর্য ও এবারের বিষয়বস্তু
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/00af84bd0a04c6ee37f4518478fefe3d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
World Day Against Child Labour2021
1/6
![প্রতি বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯ বছর আগে এই দিবসের সূচনা করেছিল আন্তর্জাতিক শ্রম সংঘ। ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রম না করিয়ে তাদের শিক্ষার সুযোগ দান ও অগ্রগতির লক্ষ্যে সচেতনার প্রসারই এই দিবসের লক্ষ্য। কোনও শিশুর চোখের স্বপ্ন ও শৈশব যাতে অঙ্কুরেই বিনষ্ট হয়ে না যায়, সেই লক্ষ্যেই এই দিবস উদযাপন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/1ac53f640262d4a45ca4970f8059426031233.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতি বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯ বছর আগে এই দিবসের সূচনা করেছিল আন্তর্জাতিক শ্রম সংঘ। ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রম না করিয়ে তাদের শিক্ষার সুযোগ দান ও অগ্রগতির লক্ষ্যে সচেতনার প্রসারই এই দিবসের লক্ষ্য। কোনও শিশুর চোখের স্বপ্ন ও শৈশব যাতে অঙ্কুরেই বিনষ্ট হয়ে না যায়, সেই লক্ষ্যেই এই দিবস উদযাপন।
2/6
![এই সচেতনতা প্রসারের লক্ষ্য এই দিনটি সমগ্র বিশ্বেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুশ্রম রোধ ও বিলুপ্তিই এই দিবসের উদ্দেশ্য। এই দিনটিতে শিশু শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে সচেতনা প্রসার করা হয়। বিভিন্ন সরকার, নিয়োগকারী সংস্থা, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ তথা লক্ষ্য লক্ষ্য মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, শিশু শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার লক্ষ্যেও প্রচার চালানো হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/77228978e07d1a56d73000510949536c8d85a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই সচেতনতা প্রসারের লক্ষ্য এই দিনটি সমগ্র বিশ্বেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুশ্রম রোধ ও বিলুপ্তিই এই দিবসের উদ্দেশ্য। এই দিনটিতে শিশু শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে সচেতনা প্রসার করা হয়। বিভিন্ন সরকার, নিয়োগকারী সংস্থা, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ তথা লক্ষ্য লক্ষ্য মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, শিশু শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার লক্ষ্যেও প্রচার চালানো হয়।
3/6
![এমন অনেক শিশুই রয়েছে, যারা খুব অল্প বয়সেই তাদের শৈশব হারিয়ে ফেলে। ৫ থেকে ১৭ বছরের অনেক শিশুই এমন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যে, তারা শৈশব থেকে বঞ্চিত হয়ে পড়ে। শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা তারা পায় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/fee20862f39800a3877cd660769380258c3e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এমন অনেক শিশুই রয়েছে, যারা খুব অল্প বয়সেই তাদের শৈশব হারিয়ে ফেলে। ৫ থেকে ১৭ বছরের অনেক শিশুই এমন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যে, তারা শৈশব থেকে বঞ্চিত হয়ে পড়ে। শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা তারা পায় না।
4/6
![প্রত্যেক বছরই এই দিবসের ভিন্ন ভিন্ন বিষয়বস্তু স্থির করা হয়। ২০১৯-এর থিম ছিল- ‘শিশুদের খেতের কাজে নয়-বরং স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করা উচিত’। ২০২০-র থিম ছিল ‘কোভিড-১৯: শিশুশ্রম থেকে শিশুদের রক্ষা করুন। এখন এর প্রয়োজন সবচেয়ে বেশি’।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/4411b9c1a1324775f5b72daa94981e16a0901.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রত্যেক বছরই এই দিবসের ভিন্ন ভিন্ন বিষয়বস্তু স্থির করা হয়। ২০১৯-এর থিম ছিল- ‘শিশুদের খেতের কাজে নয়-বরং স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করা উচিত’। ২০২০-র থিম ছিল ‘কোভিড-১৯: শিশুশ্রম থেকে শিশুদের রক্ষা করুন। এখন এর প্রয়োজন সবচেয়ে বেশি’।
5/6
![কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে বিভিন্ন দেশে লকডাউন জারি হয়। এর প্রভাব পড়ে বহু মানুষের জীবনে। ফলে বহু শিশুর জীবনেও এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে অনেক শিশুকেই শিশুশ্রমের দিকে ঠেলে দেওয়া হয়। এ জন্য ২০২১-র বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের থিম-‘করোনাভাইরাস পর্বে শিশুদের সুরক্ষা’। শিশুদের উন্নতি, অধিকারের জন্য প্রয়োজনীয় বিষয়ের ওপর দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এই দিনটির তাৎপর্য অপরিসীম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/f4054542fca15ff29585d14e2251f69ee85d0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে বিভিন্ন দেশে লকডাউন জারি হয়। এর প্রভাব পড়ে বহু মানুষের জীবনে। ফলে বহু শিশুর জীবনেও এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে অনেক শিশুকেই শিশুশ্রমের দিকে ঠেলে দেওয়া হয়। এ জন্য ২০২১-র বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের থিম-‘করোনাভাইরাস পর্বে শিশুদের সুরক্ষা’। শিশুদের উন্নতি, অধিকারের জন্য প্রয়োজনীয় বিষয়ের ওপর দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এই দিনটির তাৎপর্য অপরিসীম।
6/6
![শিশুশ্রমের অবলুপ্তির লক্ষ্যে আইএলও ২০০২-এ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের সূচনা করেছিল। শিশুদের স্বপ্ন যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। ওদের হাতে বস্তা বা হাতুড়ি নয়, কলম আর বই থাকুক। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই শিশুশ্রম প্রতিরোধ প্রত্যেকের কাছেই একটি কর্তব্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/12/0d4f8a6c507471f036aa036f0ffd41c2ea40c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শিশুশ্রমের অবলুপ্তির লক্ষ্যে আইএলও ২০০২-এ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের সূচনা করেছিল। শিশুদের স্বপ্ন যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। ওদের হাতে বস্তা বা হাতুড়ি নয়, কলম আর বই থাকুক। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই শিশুশ্রম প্রতিরোধ প্রত্যেকের কাছেই একটি কর্তব্য।
Published at : 12 Jun 2021 04:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)