এক্সপ্লোর
Kartvyapath Inauguration: নেতাজি মূর্তি উন্মোচন থেকে কর্তব্য পথের নামকরণ, ছবিতে নানা মুহূর্ত!
Netaji Statue Inauguration: রাজপথ আজ থেকে ইতিহাস। এবার নতুন নাম কর্তব্য পথ। অনুষ্ঠান উপলক্ষ্য়ে সেজেছিল ইন্ডিয়া গেট চত্বর। সন্ধের গাঢ় অন্ধকারেও ঝলমলে লেগেছে নতুন নামাঙ্কিত কর্তব্য পথ-কে।
ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
1/8

রাজপথ আজ থেকে ইতিহাস। এবার নতুন নাম কর্তব্য পথ। অনুষ্ঠান উপলক্ষ্য়ে সেজেছিল ইন্ডিয়া গেট চত্বর। (ছবি: ANI, PTI)
2/8

সন্ধের গাঢ় অন্ধকারেও ঝলমলে লেগেছে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত নতুন নামাঙ্কিত কর্তব্য পথ-কে।
3/8

অনুষ্ঠানের সূচনায় অবশ্য ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগের মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে ক্যামেরায়।
4/8

মূর্তি উন্মোচনের আগে নেতাজিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তার পর বোতাম টিপতেই পর্দা সরে যায় মূর্তির সামনে থেকে।
5/8

বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি ২৮ ফুট উঁচু এই মূর্তির ওজন ৬৫ মেট্রিক টন। মূর্তি উন্মোচনের পর সেন্ট্রাল ভিস্তা অ্যাভেনু-তে একটি প্রদর্শনীও ঘুরে দেখেন মোদী।
6/8

তার পর রাজপথ থেকে কর্তব্যপথ নামকরণ উপলক্ষ্যে বেশ কিছু বার্তা দেন দেশবাসীকে। কেন বদলাল নাম, বার্তায় সেই ব্যাখ্যাও দেন তিনি।
7/8

প্রধানমন্ত্রীর কথায়, ‘রাজপথ ছিল পরাধীনতার প্রতীক। ব্রিটিশদের জন্য ছিল রাজপথ। তবে রাজপথে স্থাপত্য বদলেছে, আত্মাও বদলেছে।‘
8/8

ঔপনেবেশিকতার চিহ্ন সরিয়ে ফেলে নতুন অধ্যায় শুরু করতেই নাম বদলের সিদ্ধান্ত, স্পষ্ট প্রধানমন্ত্রীর বার্তায়। দেশবাসীকে এই উপলক্ষ্যে শুভেচ্ছাও জানান তিনি।
Published at : 08 Sep 2022 10:07 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















