এক্সপ্লোর
Biker Doctor: বাইক চালিয়ে দেশের উচ্চতম লেকে পাড়ি মহিলা চিকিৎসকের
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/0bc614a1ddc2a9b04a2aaeede97b8685_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/10
![পেশায় চিকিৎসক, নেশায় 'বাইকার'। করোনা হাসপাতালে আইসিইউ চিকিৎসক। বরাবরই চ্যালেঞ্জ নিতে ভয় পান না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/f66e8cc5c375e41f34bb158b8d5d22d0afe80.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেশায় চিকিৎসক, নেশায় 'বাইকার'। করোনা হাসপাতালে আইসিইউ চিকিৎসক। বরাবরই চ্যালেঞ্জ নিতে ভয় পান না।
2/10
![আর সেই 'নেশা'-র টানে বাইকে করে সিকিমের গুরুদংমার লেকে পৌঁছে গেলেন। বাইকে করে প্রায় ১৮ হাজার ফুট ওপরে উঠলেন কলকাতার এক মহিলা চিকিৎসক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/e7e6e23db325c5aeea6a0712c5d8104187790.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আর সেই 'নেশা'-র টানে বাইকে করে সিকিমের গুরুদংমার লেকে পৌঁছে গেলেন। বাইকে করে প্রায় ১৮ হাজার ফুট ওপরে উঠলেন কলকাতার এক মহিলা চিকিৎসক।
3/10
![মনিকা সাহা। কর্মস্থল, এম আর বাঙ্গুর করোনা আই সি ইউ। সাল ২০২০। করোনা আবহে ভয় না পেয়ে নতুন দায়িত্ব শেখা শুরু করা। দু'চাকার হাতেখড়ি বাবার হাত ধরে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/a06600d195e082a4008029754fe8a09814d3f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মনিকা সাহা। কর্মস্থল, এম আর বাঙ্গুর করোনা আই সি ইউ। সাল ২০২০। করোনা আবহে ভয় না পেয়ে নতুন দায়িত্ব শেখা শুরু করা। দু'চাকার হাতেখড়ি বাবার হাত ধরে।
4/10
![পেশাগত জীবনের হাতেখড়ি করোনা হাসপাতালে করোনা চিকিৎসক হিসেবে। বাবাও প্রবীণ সার্জন মাখনলাল সাহা। গুরুতর চোট পেয়ে দুচাকার বাহন চালানো সাময়িক বন্ধ ছিল। কিন্তু ফের শুরু হয় নেশার সফর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/726a750757e46e23d8fd1867d9e532efb7430.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পেশাগত জীবনের হাতেখড়ি করোনা হাসপাতালে করোনা চিকিৎসক হিসেবে। বাবাও প্রবীণ সার্জন মাখনলাল সাহা। গুরুতর চোট পেয়ে দুচাকার বাহন চালানো সাময়িক বন্ধ ছিল। কিন্তু ফের শুরু হয় নেশার সফর।
5/10
![এরইমধ্যে নতুন বাইক কেনার আগ্রহ তৈরি হয়। লক্ষ্য সিকিমের গুরুদাংমার লেকে পৌঁছাতে হবে। ১৭৮০০ ফুট উচ্চতা। যাত্রা শুরু ৭ নভেম্বর। কলকাতা থেকে শিলিগুড়ি। সেখান থেকে গ্যাংটক। গ্যাংটক থেকে লাচেন। সেখান থেকে গুরুদংমার লেক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/084eea32ae1821cf5142bbdb092bd56807212.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এরইমধ্যে নতুন বাইক কেনার আগ্রহ তৈরি হয়। লক্ষ্য সিকিমের গুরুদাংমার লেকে পৌঁছাতে হবে। ১৭৮০০ ফুট উচ্চতা। যাত্রা শুরু ৭ নভেম্বর। কলকাতা থেকে শিলিগুড়ি। সেখান থেকে গ্যাংটক। গ্যাংটক থেকে লাচেন। সেখান থেকে গুরুদংমার লেক।
6/10
![মনিকার কথাতেই -](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/a0bacb49913471ca16eef71eeb453f9b49137.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মনিকার কথাতেই -" বাইক চালালে একটা আলাদা অনুভুতি হয়। সেটা কথায় বোঝানো যাবে না। একটা আলাদা মাদকতা। আর সেটাই আমাকে বাইকের সঙ্গে একাত্ব করে তোলে।"
7/10
![এরপরে কলকাতার বিভিন্ন বাইক ক্লাব আর গোষ্ঠীর সদস্য হওয়া। প্রথমে দল মিলে বিভিন্ন দুর্গম জায়গায় বাইক নিয়ে অভিযান দিয়ে শুরু। সফভাবে সেগুলো সম্পন্ন হওয়ার পর সিকিম অভিযান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/6b922f06ab83ed17fea23193bdc75480dbd6c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপরে কলকাতার বিভিন্ন বাইক ক্লাব আর গোষ্ঠীর সদস্য হওয়া। প্রথমে দল মিলে বিভিন্ন দুর্গম জায়গায় বাইক নিয়ে অভিযান দিয়ে শুরু। সফভাবে সেগুলো সম্পন্ন হওয়ার পর সিকিম অভিযান।
8/10
![পাহাড়ি রাস্তা, দুর্গম পথ। দলের মধ্যে দুজনের মনোবল অটুট ছিল। মনিকা সাহা আর সুপ্রতিম পোদ্দার। পথে যেতে যেতে দুজনের সাংঘাতিক অভিজ্ঞতা। ঠাণ্ডায় গাড়ি থেমে যাচ্ছিল। একে অপরের গাড়ি ঠেলাঠেলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/1f31da71245c9c161e4dad924fd225f45fd64.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পাহাড়ি রাস্তা, দুর্গম পথ। দলের মধ্যে দুজনের মনোবল অটুট ছিল। মনিকা সাহা আর সুপ্রতিম পোদ্দার। পথে যেতে যেতে দুজনের সাংঘাতিক অভিজ্ঞতা। ঠাণ্ডায় গাড়ি থেমে যাচ্ছিল। একে অপরের গাড়ি ঠেলাঠেলি।
9/10
![অবশেষে লক্ষ্যে উপস্থিত হন দুজনেই। তরুণী চিকিৎসক জানান, “সে এক অন্য রকমের অনুভুতি। জীবনের প্রথম এরকম উচ্চতায় যাব স্থির করে সেটা সফলভাবে উত্তীর্ণ হতে পেরে সত্যি প্রচন্ড ভাল লাগছিল।’’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/59d39ef48846ee8942d1b3559bd2a343730ef.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অবশেষে লক্ষ্যে উপস্থিত হন দুজনেই। তরুণী চিকিৎসক জানান, “সে এক অন্য রকমের অনুভুতি। জীবনের প্রথম এরকম উচ্চতায় যাব স্থির করে সেটা সফলভাবে উত্তীর্ণ হতে পেরে সত্যি প্রচন্ড ভাল লাগছিল।’’
10/10
![মনিকার কথায়, “অনেকটা, কোনও সঙ্কটজনক রোগীকে বাঁচাতে পারার আনন্দ।’’ তথ্য ও ছবি- ঝিলম করঞ্জাই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/20/9e4caa31129549917d2d5e8540c01cd9e4b7c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মনিকার কথায়, “অনেকটা, কোনও সঙ্কটজনক রোগীকে বাঁচাতে পারার আনন্দ।’’ তথ্য ও ছবি- ঝিলম করঞ্জাই
Published at : 20 Nov 2021 02:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)