এক্সপ্লোর
Kali Puja 2021 : কালীপুজোয় শুভেচ্ছাবার্তা পাঠাতে ব্যবহার করতে পারেন এই বিখ্যাত পংক্তিগুলি
Kali Puja 2021 : কালীপুজোয় শুভেচ্ছাবার্তা
1/10

কালীপুজো মানে শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ অন্ধকার থেকে আলোয় উত্তরণ। সেই কথা মাথায় রেখেই আপনার কালীপুজোর শুভেচ্ছা বার্তাতে উঠে আসুক অন্ধকার থেকে আলোর পথে উত্তোরণের বার্তা।
2/10

জগতে কল্যাণ এবং শান্তিস্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ কালীপুজোর শুভেচ্ছায় লিখুন ..' আরো আলো, আরো আলো এই নয়নে, প্রভু, ঢালো।' ...এতো ঈশ্বরের উদ্দেশে চিরন্তন চাওয়া।
3/10

মা-কালীকে স্মরণ করে শুভেচ্ছা বার্তায় লিখুন 'অজ্ঞান মোর স্বভাব থেকে, তোর ভবে তুই নে মা ডেকে জ্ঞানো চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী।'
4/10

'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।' রবীন্দ্রনাথের গানেই শুভেচ্ছা জানাতে পারেন দীপাবলি উৎসবের।
5/10

' কালী, তুই প্রলয়রূপিণী, আয় মা গো আয় মোর পাশে । সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল-নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারি কাছে আসে ।' এই লাইনগুলি স্বামী বিবেকানন্দের “Kali The Mother” কবিতার বঙ্গানুবাদ থেকে নেওয়া। যা https://media.belurmath.org/ থেকে প্রাপ্ত। কালীপুজোয় শুভেচ্ছা জানাতে এর থেকে ভাল লাইন কীই বা হতে পারে।
6/10

'অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়' - অমাবস্যার অন্ধকারে পথ দেখাতে পারেন তো মা কালীই । শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারেন এই লাইনগুলিও।
7/10

অন্ধকার থেকে আলোয় উত্তরণ। যুগ যুগ ধরে পুরাণ বা ধর্মগ্রন্থ বলে আসছে এমনই বোধের কথা৷ কার্তিক অমাবস্যা তিথিতে দেবী কালীর পূজা সেই বোধেরই মূর্তরূপ৷। আপনার শুভেচ্ছা বার্তায় লিখুন , 'আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আভরণ'
8/10

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন''...শ্যামা-মাকে এই গানেই বন্দনা করেন অনেকে। আপনার শুভেচ্ছা বার্তাতেও থাকতেই পারে এই লাইনগুলি।
9/10

ইংরেজিতে লিখতে চাইলে লিখুন, 'May Maa Kali, Bring Joy to You and Your Loved Ones, Jay Maa Kali'
10/10

একই সঙ্গে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানাতে লিখুন, 'Wishing everyone a Happy Diwali and Kali Puja 2021!'
Published at : 04 Nov 2021 12:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















